সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে দারিদ্র্য দূর করার কৌশলপত্র প্রণয়ন করেছে সরকার
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ এপ্রিল, ২০১৫, ০৭:২৩:৫২ সকাল
২০২১ সালের মধ্যে দরিদ্রশূন্য হবে বাংলাদেশ। এ উদ্দেশ্যে 'একটি বাড়ি একটি খামার প্রকল্প' নামে রোডম্যাপ তৈরি করেছে সরকার। ঐ রোডম্যাপ অনুযায়ী, ২০২১ সালের পর বাংলাদেশে একটিও গরিব পরিবার থাকবে না। এখন যারা দারিদ্র্যসীমার নিচে রয়েছে, তাদের দারিদ্র্য বিমোচন করাই শুধু নয়, নতুন করে কেউ দারিদ্র্যসীমার নিচে নামলে তাকেও ওপরে তুলে আনা হবে। এ জন্য ব্যয় হবে ৫১৬২ কোটি টাকা। অবশ্য সরকারের তরফ থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে দারিদ্র্য দূর করার কৌশলপত্র প্রণয়ন করেছে সরকার। যার বাস্তবায়ন শুরু হবে আগামী অর্থবছর থেকে। গত ৪০ বছরে দারিদ্র্য নিরসনে অনেক কর্মসূচি গ্রহণ করা হলেও তা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। বর্তমানে দেশের ২৪ ভাগ অর্থাৎ চার কোটির কম জনগণ বা কম-বেশি ৮০ লাখ পরিবার দারিদ্র্যসীমার নিচে বাস করে। প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে আনা ২৫ লাখ পরিবার ছাড়াও দেশের বাকি ৫৫ লাখ দরিদ্র পরিবারকে পর্যায়ক্রমে দারিদ্র্য বিমোচন কার্যক্রমে নিয়ে আসার মধ্য দিয়ে ২০২১ সালের আগেই দারিদ্র্যশূন্য বাংলাদেশ গড়া সম্ভব। বাংলাদেশের দারিদ্র্য বিমোচন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের বাইরেও মাঠ পর্যায়ে আরো বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি রয়েছে। তাই দারিদ্র্য বিমোচনের কাজ সফলভাবে করতে হলে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ প্রকল্পের কাজকে চলমান রাখা ও এই কার্যক্রমকে স্থায়ীরূপ দিতে এরই মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক স্থাপন করা হয়েছে।
বিষয়: বিবিধ
৮১২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যতই ভেপু বাজাও হাসিনার বেতনভুক্ত ভেপুওয়ালা ভাই, তোমার ফেরাউন হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় নিতেই হবে!
জয়সহ আওয়ামী কোথায় কোথায় কোন কোন প্রজেক্টে কত লক্ষ কোটি টাকা খাচ্ছে?
রাবিশ মন্ত্রীত বলেই রাখছে ৫ হাজার কোটি দুর্নীতি সামান্যই মাত্র। হাবা লতিফের মুখে স্টাপলার মেরে রাখা হইছে। ঐ পাগলারে ছেড়ে দিলেও ওর কাছ থেকেও অনেক কিছু জানা যাবে।
মন্তব্য করতে লগইন করুন