পুরনো Type-59 ট্যাঙ্ককে আধুনিক Type-59BD তে রূপান্তরিত করে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনী

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৪ এপ্রিল, ২০১৫, ০৭:৩১:১৬ সন্ধ্যা



চীনের প্রযুক্তি সহায়তায় পুরনো Type-59 ট্যাঙ্ককে আধুনিক Type-59BD তে রূপান্তরিত করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৯০২ নং হেভি ওয়ার্কশপে প্রকৌশলীরা। ট্যাঙ্ক গুলোকে যুগের সাথে তাল মিলিয়ে আপগ্রেড করা হয়েছে যার ফলে এগুলা আরও অনেক দিন সার্ভিসে থাকবে। এতে যোগ করা হয়েছে আধুনিক অস্ত্র এবং সুরক্ষা বেবস্থা। অস্ত্র হিসেবে এতে আছে একটি 120 mm smothbore gun একটি 7.62 mm এবং একটি 12.7 mm বিমান বিধ্বংসী মেশিনগান। অস্ত্রের মত এর ইঞ্জিনেও পরিবর্তন আনা হয়েছে, 520 hp এর জায়গায় ব্যাবহার করা হয়েছে 800 hp ডিজেল ইঞ্জিন যা একে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে সাহায্য করে এবং একটানা ৪৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এতে রয়েছে NBC suit যা একটি সুরক্ষা ব্যবস্হা। এর কাজ- পারমানবিক বোমা অথবা অন্য কারনে ছড়িয়ে পরা কেমিকাল ও বায়োলজিকাল অয়েপন থেকে তৈরী বিষাক্ত গ্যাস থেকে ট্যাংক ক্রুদের নিরাপদ রাখা। এছারাও আছে Tharmal & night vision যার ফলে ট্যাঙ্ক গুলো রাতের অন্ধকারেও যুদ্ধ করতে সক্ষম। পুরনো Type-59 ট্যাঙ্ককে আধুনিক Type-59BD তে রূপান্তরিত করে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনী।

বিষয়: বিবিধ

৮১৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314931
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জনালাম ,ধন্যবাদ
314932
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫২

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File