রপ্তানি বাজার বহুমুখীকরণের লক্ষ্যে এলসির পরিবর্তে ওএটি পদ্ধতি বাস্তবায়নের পথে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৩ এপ্রিল, ২০১৫, ০৪:২৯:০৮ বিকাল



রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে সরকার পণ্য ও বাজার বহমুখীকরণের কাজ করছে। ২০২১ সাল নাগাদ তৈরি পোশাক খাতের রপ্তানি আয় ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সহজ লেনদেন পদ্ধতি ব্যবসায়ীদের জন্য ভাল হবে। বৈদেশিক বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তিতে এলসির পরিবর্তে বাংলাদেশে কিভাবে ওএটি পদ্ধতি গ্রহণ করা যায়, সে বিষয়ে সুচিন্তিত পরামর্শ দেয়ার জন্য বিশেষজ্ঞদের প্রতি আহ্বান সরকারের। ‘ইন্টারন্যাশনাল ফ্যাক্টারিং’ বা ওপেন এ্যাকাউন্ট লেনদেন পদ্ধতি গ্রহণে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদানের আশ্বাস। আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রম সম্পন্নের ক্ষেত্রে ঋণপত্র খোলার (এলসি) পরিবর্তে ওপেন এ্যাকাউন্ট লেনদেন (ওএটি) পদ্ধতি বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য অনেক বেশি সহজ ও ব্যয় সাশ্রয়ী হবে। এতে ব্যবসায়ীদের বার বার যেমন এলসি খুলতে হবে না, তেমনি ব্যাংকের তারল্য সঙ্কটও দেখা দেবে না। ব্যয় সাশ্রয়ী বা তুলনামূলক সহজ এমন আর্থিক ও নন-আর্থিক সেবা প্রদানে কেন্দ্রীয় ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। গত ৫ বছর ধরে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক বিনিময় নীতি উদারীকরণে কাজ করে আসছে। এতে প্রমাণিত হয় সরকারের পরিকল্পনায় ওএটি পদ্ধতি গ্রহণে কেন্দ্রীয় ব্যাংক আগেই কাজ শুরু করেছে।

বিষয়: বিবিধ

৭৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314701
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:১২
আল সাঈদ লিখেছেন : যতই চাপা চাপি করেন কোন লাভ হবে না। পোশাক শিল্পের ৩০% অর্ডার কমেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File