স্বস্তির নিঃশ্বাস।ভোগান্তির অবসান শেষ হতে চলেছে, উন্নয়নের এক নতুন দিগন্তের উন্মোচন
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১২ এপ্রিল, ২০১৫, ০৭:৪৯:০০ সন্ধ্যা
গাজীপুরের পেয়ার আলি কলেজ মাঠে মাওনা উড়াল সেতু উদ্বোধন করেলন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল বাধা বিপত্তি সত্ত্বেও এই সরকার উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। তাই আমি মনে করি এই সরকার সফল সরকার। মাওনা ফ্লাই ওভারের ফলে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে ময়মনসিংহের যানজট মুক্ত যোগাযোগের দ্বার উন্মোচিত হবে। জয়দেবপুর-ময়মনসিংহ সড়কের মাওনা পয়েন্টে যানজট কমাতে ৯শ মিটার দৈর্ঘ্যের এ উড়াল সেতু ৭০ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার বিভাগের তত্ত্বাবধানে গত বছরের এপ্রিল মাসে এ উড়াল সেতুর নির্মাণ কাজ শুরু হয়। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, বাঁধা-বিপত্তি পেরিয়ে অবশেষে সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে ঐ এলাকার যোগাযোগ ও আর্থ সামাজিক উন্নয়নের দ্বার উন্মোচিত হলো। বইবে এই এলাকাসহ সারা দেশে উন্নয়নের হাওয়া। প্রত্যয়ী উন্নয়নমুখী এই সরকার।
বিষয়: বিবিধ
৯৮৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন