জামায়াতের সমর্থন ও সহযোগিতায় বিএনপি এগিয়ে চলছে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১০ এপ্রিল, ২০১৫, ০৮:৪৭:২১ রাত



বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বড় দল, যারা নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে, তাদের জামায়াতনির্ভর হয়ে পড়াটা দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর হয়েছে। দেশে যেসব উগ্রবাদী ধর্মভিত্তিক সংগঠন সক্রিয় রয়েছে, তাদের সঙ্গে কোনো না কোনোভাবে জামায়াতের সংশ্লিষ্টতা আছে। এটা নিয়ে কেউ ভিন্নমত পোষণ করতে পারেন, বিতর্ক করতে পারেন, কিন্তু তাতে পরিস্থিতির পরিবর্তন হবে না। বিষয়টি যারা এখনও অস্বীকার করেন, তারা জেনে বা না জেনে দেশটাকে ভয়াবহ বিপদের দিকেই ঠেলে দিতে চাচ্ছেন। ধর্মের নামে উগ্রবাদীরা বিভিন্ন দেশে কী বীভৎস হত্যাকান্ড চালাচ্ছে, তা কি আমরা দেখতে পাচ্ছি না? ২০ দলীয় জোটের আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হচ্ছে না। কেন এই দূরত্ব, জনবিচ্ছিন্নতা? রাজনীতি সচেতন সবারই এ প্রশ্নের জবাব খোঁজা উচিত। রাজনীতির নামে প্রতিহিংসাপরায়ণতা, আন্দোলনের নামে সন্ত্রাস-সহিংসতা চালানোর কারণে মানুষের মনে বিএনপি সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং হচ্ছে। এমনকি যারা বিএনপিকে ভোট দেন, তারাও দলটির বর্তমান রাজনৈতিক কৌশলের সঙ্গে একাত্ম হতে পারছেন না। আমেরিকা যার বন্ধু তার যেমন শত্রুর প্রয়োজন হয় না, তেমনি জামায়াত যে দলের মিত্র তার সর্বনাশের জন্য অন্য কারও শত্রুতার প্রয়োজন নেই। অর্থাৎ জামায়াত বিএনপির বন্ধু নয়। বিএনপি নেতৃত্ব যত তাড়াতাড়ি এটা বুঝতে

পারবেন, দল ও দেশের জন্য তা হবে ততই মঙ্গলজনক।

বিষয়: বিবিধ

৮২৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314144
১০ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪০
রক্তলাল লিখেছেন : বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে দুটি উদার জাতিয়তাবাদী দল.. একজোট হয়ে সামনে এগিয়ে যাচ্ছে।

এতে কি ভারতের তাবেদার পিশাচদের মনোপীড়া হচ্ছে?
314145
১০ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪০
রক্তলাল লিখেছেন : শিয়াল ভাইয়ের মুরগির জন্য কি দরদ।

314176
১১ এপ্রিল ২০১৫ রাত ০১:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মতামত পড়ে যা বুঝলাম তা হলো আপনি রাজনৈতিক ঐক্য কে নষ্ট করার লক্ষে মাঠে নেমেছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File