অনৈতিক দাবী পুরনে ব্যর্থ হয়ে আপন নিবাসে প্রত্যাবর্তন বেগম খালেদা জিয়ার
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৯ এপ্রিল, ২০১৫, ০৩:৫৮:২৭ দুপুর
৯২টি দিন কী দুঃসহ ছিল দেশবাসীর জন্য। তাই বসন্ত ফুরিয়ে যাওয়ার আগে, বর্ষ শেষের প্রাক-মুহূর্তে ফিরে গেলেন আপন গৃহে। ঘরবাড়ি ছেড়ে এই যে তিনি কাটিয়ে দিলেন তিনটি মাস-গুনে গেলেন লাশের সংখ্যা, সম্পদহানির পরিমাণ আর দেশবাসীকে নাকাল করার শক্তিমত্তা। তবু সরকারের পতন বা উৎখাত কোনটাই হলো না। কিন্তু হয়েছে যেন সাধ-আহ্লাদ পূরণ। ঘর ছেড়ে অফিসে পাইক পেয়াদা বরকন্দাজ, খানসামা, আর্দালি নিয়ে পিকনিক ভাব নিয়ে কাটিয়ে দিলেন তিন তিনটি মাস। এমনকি একুশে ফেব্রুয়ারি, ২৬ মার্চ স্বাধীনতা দিবসও যেন গুরুত্ব হারিয়ে ফেলে। ৯২ দিনের এই যে একাগ্র সাধনা, তাতে ধ্যানে-জ্ঞানে, শয়নে-স্বপনে পোড়া লাশ, দগ্ধ মানুষের আহাজারি কি পীড়িত করেনি? বরং ক্ষমতার স্বাদ থেকে দূরে থাকার বেদনায় যেন তিনি কাতর। নিজের ও পুত্রের মামলার দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটান। ধ্বংসের আয়োজনে টানা তিন মাস নিবিষ্টচিত্তে কাজ করে যখন দেখেন তবু হয় না বিপর্যয়, সাধারণ মানুষসহ দলের নেতাকর্মীরাও অবরোধ-হরতাল পালনে নয় সক্রিয়, বিদেশীরাও সহায়তার হাত দেয় না বাড়িয়ে, প্রতিবেশী দেশও জানায় না সমর্থন। তখন তিনি ফিরে গেলেন আপন ঠিকানায়। এ সময় মানুষ হত্যার যে ঘটনা ঘটেছে, তা বাঙালীর ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে প্রতিভাত হয়ে থাকবে। সিটি নির্বাচনকে সামনে রেখে তিনি আবার জনসম্মুখে আসবেন আর সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যে পরিণত করার চেষ্টায় লিপ্ত হবেন। কিন্তু নরহত্যার দায় এড়ানো যাবে কি? আজ হোক, কাল হোক বিচারের কাঠগড়া তাকে টেনে নেবেই। কোন হুমকি-ধামকি, নিরাপত্তা প্রহরী, পাইক-পেয়াদারাও রক্ষা করতে পারবে, তা নয়। জবাবদিহি করতেই হবে- জনগণের প্রত্যাশাও তাই।
বিষয়: বিবিধ
৭৬৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খোঁচা মারার অভ্যাস যদি আপনাদের কখনো যায়!!!!!! আল্লাহ যদি দয়া করেন তবেই হয়তো।
মন্তব্য করতে লগইন করুন