আন্দোলনের খোলস থেকে বেরিয়ে খালেদা জিয়া হাফ ছেড়ে বেচেছে,আর কোন দিন আন্দোলনের নাম মুখে আনবে কি?
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৮ এপ্রিল, ২০১৫, ০৪:০০:৩৪ বিকাল
৩ মাসে অবরুদ্ধ-অবরোধ-হরতাল নাটক করে ১৩৮ জনকে পেট্রলবোমায় পুড়িয়ে হত্যা করেছে খালেদা জিয়া। এখন নিরীহ মানুষকে হত্যাকারী খাম্বাম্মা এসেছে মানুষের হাতে হারিকেন আর লাউয়া কচু ধরিয়ে দিতে। মানুষ হত্যাকারী খাম্বাম্মা এখন সিটি করপোরেশনে সেই মানুষেরই ভোট চায়। ভোট দিতে করবেন ভুল, গুনতে হবে ভুলের মাশুল। রাজশাহী সিটি করপোরেশনে বিম্পি জিতে পরিচ্ছন্ন রাজশাহী নগরীকে করে আবর্জনার শহর। আর চট্টগ্রামকে তো বঙ্গোপসাগরের সাথে মিশিয়ে দিয়েছিল মেয়র মনজুর। সিলেট, বরিশালের মেয়ররা কি উন্নয়ন করছে, সেটাও যাচাই করুন। প্রতিশোধ নেয়ার সময় এসেছে এখন। মানুষ হত্যাকারীদের প্রত্যাখ্যান করুন। রাজপথ, নির্বাচন, ভোটে মানুষ হত্যাকারীদের প্রত্যাখ্যান করুন।
বিষয়: বিবিধ
৮৯৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন