দেশ নিয়ে যারা নাটক করে তাদের পরিণতি কখনও ভাল হয় না, মানুষ তাদের প্রত্যাখ্যান করবেই
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৬ এপ্রিল, ২০১৫, ০৩:৪৭:৪৬ দুপুর
ঘরবাড়ি ছেড়ে তিন মাস ধরে বেগম জিয়া গুলশানের অফিসকে বাড়ি বানিয়ে সরকারকে গদি হতে ফেলে দেয়ার জন্য নাশকতা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে গেছেন। তাঁর এই কর্মসূচীর প্রতি দলের সিনিয়র নেতা ও মাঠ পর্যায়ের বেশিরভাগ কর্মী সমর্থন জানিয়েছে তা নয়। কোথাও কোন হরতাল বা অবরোধ পালনে নেতাকর্মীরা রাজনীতির ধারা অনুযায়ী মাঠে নামেনি। অন্যথায় জ্বালাও-পোড়াও নীতিতে নেমে পড়বে দেশ। জেতা-হারা যাই হোক বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষার যে দায়িত্ব নিয়েছে, তা পালন করা দুরূহ। তা করতে গিয়ে নিজের দলের অস্তিত্ব বিপন্ন করে তুলেছে। তখন খালেদা জিয়া বুঝতে পেরেছেন কার্যালয়ে থেকে আর লাভ নেই। তার হয়ত ধারণা ছিল, কার্যালয়ে তিনি বন্দী হয়ে আছেন, আটকে পড়ে আছেন, এই নাটক সাজিয়ে রাজনৈতিক ফায়দা লুটবেন। নিজের ছেলের মৃত্যুর পরও তিনি ওই জায়গা থেকে বের হননি, বের হননি একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবসেও। দেশের স্বাধীনতা দিবসে যিনি না বের হয়ে কেবল নিজের ও নিজ দলের বিজয় দেখতে চেয়েছিলেন কার্যালয়ে বসে। তিনি শেষে যখন বুঝতে পারলেন নিজের বিজয় হবে না, জনগণ তাকে ও তার দলকে প্রত্যাখ্যান করেছে, তখন তিনি সেখান থেকে বের হয়ে রবিবার নিজ বাসায় ফেরত গেলেন আদালত হয়ে। কই কোথাও তো তিনি কোন বাধার সম্মুখীন হলেন না। দেশ নিয়ে যারা নাটক করে তাদের পরিণতি কখনও ভাল হয় না, মানুষ তাদের প্রত্যাখ্যান করবেই।
বিষয়: বিবিধ
৯৬২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন