বিশ্ব রেকর্ডের হরতাল অবরোধ আর উৎকন্ঠনীয় এইচএসসি পরীক্ষা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০২ এপ্রিল, ২০১৫, ০৩:২১:৪০ দুপুর
আমাদের রাজনীতিবিদদের বিশ্ব¡ রেকর্ড সৃষ্ট ৮৫ দিনের অর্থাৎ প্রায় ৩ মাস অবরোধে দেশ পুঁড়ছে। এর শেষ কবে তা কেউ জানে না । দেশ ধ্বংস করে কবে আমাদের দেশপ্রেমিক রাজনীতিবিদদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পুরণ হবে তা কেউ জানে না। সভ্য দেশে এ কি করে সম্ভব? ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থী দারুন উৎকন্ঠা আর অনিশ্চয়তার মধ্যে পরীক্ষা শেষ করতে পারেনি আজো। গতকাল থেকে আবার ১১ লাখ পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষা শুরু হলো। আমাদের রাজনীতিবিদরা নির্বাচনের জন্য ঢাকা ও চট্রগ্রামে হরতাল রাখলেন না, তাহলে কি বাকী ৬২ জেলায় এইচএসসি পরীক্ষার্থী এই অশুভ রাজনীতির বলি থাকবে? শুধু ক্ষমতাই আমাদের রাজনীতিবিদদের কাছে সব। আমাদের সন্তান তার অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাজনীতিবিদদের ক্ষমতায় থাকার কি নির্মম তামাশা আর প্রহসন? সত্যিই অবাক লাগে, স্বাধীন বাংলাদেশের ক্ষমতালোভী রাজনীতিবিদদের রাজনীতির নামে সাধারণ মানুষের জীবন নিয়ে আর কত নির্মমতায় ভুগতে হবে?
বিষয়: বিবিধ
৭৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন