গতি ফিরতে শুরু করেছে স্থলবন্দরগুলোর

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৭ মার্চ, ২০১৫, ০৩:২৯:১৬ দুপুর

চলমান রাজনৈতিক অস্থিরতায় দেশের স্থলবন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হলেও এখন পরিস্থিতি ভালোর দিকে। পণ্য আসা এবং খালাস প্রক্রিয়া ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। প্রথম দিকে সাময়িক অসুবিধা হলেও হরতাল-অবরোধের প্রভাব এখন আর নেই। দেশে বর্তমানে ২০ স্থলবন্দরের মধ্যে সক্রিয় । সব কয়টি দিয়ে সাধারণত ভারত থেকে ফল, পেঁয়াজ, রসুন এবং মসলাজাতীয় পণ্য আমদানি হয়ে থাকে । হরতাল-অবরোধের সাধারন মানুষ আর মেনে নিচ্ছে না । প্রথম কয়েক দিন সমস্যা হলেও পরে ব্যবসায়ীরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে আমদানি-রফতানি চালিয়ে যাচ্ছেন। সরকার রাস্তার নিরাপত্তা দিচ্ছে কেউ যাহাতে নাশকতা করতে না পারে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে । স্থলবন্দরে সেবার মান বৃদ্ধির জন্য সরকার আগামীতে সব বন্দরে অনলাইন পদ্ধতি চালু করতে যাচ্ছে । এতে ব্যবসায়ীরা বাড়তি সুবিধা পাবেন এবং বন্দরের কাজেও অনেক গতি আসবে।

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311382
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৪৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাহলে এতোদিন বেগতিক ছিল? কই সরকারের মন্ত্রী এম্পিরাতো দেখেছি গলাবাজি করেছে, সব নাকি স্বাভাবিকভাবেই চলছে! নানা মুনির নানা মত!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File