বীভৎসতা থেকে মুক্তি মিলছে না

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৫ মার্চ, ২০১৫, ০৩:৩৪:০০ দুপুর

দীর্ঘ আড়াই মাসেরও বেশী সময় ধরে চলছে অবরোধ। থেমে থেমে হলেও ৭২ ঘণ্টা/৩৬ ঘণ্টার বিরতিহীন হরতালের ঘোষণা দিচ্ছে আন্দোলনকারী জোট। এ পরিস্থিতিতে শ্রমজীবী মানুষ যারা দিনে আনে দিন খায় তারা কতদিন রোজগারহীন হয়ে ঘরে বসে থকবে? তাই তারা বাধ্য হয়েই কাজে বের হচ্ছে। এদের কেউবা বালুবাহী ট্রাকে কাজ করে কেউবা গার্মেন্টসে শুধুমাত্র স্ত্রী সন্তান বা আত্নীয় পরিজনদের মুখের আহার জোগাতে। এখনও তারাই চলমান রাজনৈতিক আন্দোলনের নামে নারকীয় সহিংসতার শিকার হচ্ছে। তাদেরই মাঝ থেকে কেউ কেউ প্রায় প্রতিদিনই আগুনে দগ্ধ হওয়ার পর পৃথিবী থেকে চির বিদায় নিচ্ছে। এসব শ্রমজীবি মানুষের তো কোন অপরাধ থাকার কথা না। অথবা তারা কেউ রাজনিতির শত্রু নয়। কেন তাদের পুড়িয়ে মারার অমানবিক বীভৎসতা চলছে? রাজনৈতিক আন্দোলনের নামে চলমান এ বীভৎসতা থেকে মানুষ মুক্তি চায়!!!

বিষয়: বিবিধ

৭৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311058
২৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৪
হতভাগা লিখেছেন : খালেদা জিয়াকে কাশিমপুরের ছিমছাম বাড়িতে যত তাড়াতাড়ি পাঠানো যাবে , দেশের শান্তি তত তাড়াতাড়ি ফিরে আসবে ।

সরকার কেন এখনও সেটা করছে না ? গ্রেফতারি পরোয়ানা কি এখনও থানায় গিয়ে পৌছায়নি ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File