জালাও-পোড়াও রাজনীতিতেও অতিক্রম করল রিজার্ভ ২৩ বিলিয়ন ডলার
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ মার্চ, ২০১৫, ০৪:৫৫:১৯ বিকাল
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ২৩ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রফতানি আয় বৃদ্ধি ও রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা, বিদেশ থেকে কর্পোরেট ঋণ গ্রহণ এবং কাঙ্খিত হারে আমদানি ব্যয় না হওয়া রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে বলে কেন্দ্রিয় ব্যাংক মনে করছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ এই মাইল ফলক অতিক্রম করলো, যা পাকিস্তানের তুলনায় প্রায় দ্বিগুণ। এই রিজার্ভ দিয়ে সাত মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। এর আগে,২০১৪ সালের ৭ আগস্ট রিজার্ভ প্রথমবারের মতো ২২ বিলিয়ন ডলার অতিক্রম করে। রিজার্ভের দিক দিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান।
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন