পাল্টে যাচ্ছে গ্রাম গঞ্জের চেহারা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৫ মার্চ, ২০১৫, ০৩:৫৩:১৪ দুপুর

পরিবর্তন শুধু আজ শহরেই নয়, প্রভাব পড়েছে প্রতিটি গ্রামে-গঞ্জে। শহরেই যে উচু বড়-বড় ফ্লাইওভার, সু-উচ্চ ইমারত, মার্কেট হচ্ছে তা নয়। প্রত্যন্ত গ্রামেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। আজ আর সেই চিরচেনা খড়ের/ছনের ঘর দেখা যায়না। সেখানে স্থান করে নিয়েছে আধাপাকা/টিনের ঘর। নেই কোন খোলা টয়লেট, ফলে পরিবেশ হয়েছে পরিচ্ছন্ন এবং সুন্দর। পায়ে চলা পথগুলোও আজ পাকা হয়েছে, চলছে বিভিন্ন ধরনের গাড়ী। কৃষক তার উৎপাদিত পন্য অতি দ্রুত নিয়ে যাচ্ছে হাটে/বাজারে। নিশ্চিত হয়েছে পন্য পরিবহণ ও তার প্রকৃত মূল্য। প্রতি ঘরে ঘরে চলছে বৈদ্যুতিক পাখা। আরো রাতে আলোর চাহিদা মিটিয়েছে বিদ্যুৎ বা সোলার সংযোগ। এসেছে কলের লাঙ্গল আর ফসল কাটার যন্ত্র, মড়াইয়ের যন্ত্রেরও অভাব নেই। গরু, ছাগল, হাঁস, মুরগীর পালন হচ্ছে প্রায় প্রতি ঘরে। সকল পুকুরেই হচ্ছে বিভিন্ন জাতের মাছের চাষ। সব মিলিয়ে ভালই আছে গ্রামের সহজ, সরল মানুষগুলো।

বিষয়: বিবিধ

৮৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307372
০৫ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৪
হতভাগা লিখেছেন : তাহলে কি শহরমুখী গ্রামবাসীরা এখন থেকে গ্রামেই ফিরে যাবে ?
307478
০৬ মার্চ ২০১৫ সকাল ১০:১৬
রক্তলাল লিখেছেন : এমেরিকা ইউ. কে. থেকে হাসিনার গড়া স্বর্গে আসা শুরু করা উচিত?

ভোদাই, নিজেরে আর কত বড় জোকার বনাইতে চাস?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File