কি বিচিত্র! এ খালেদা জিয়া। সব প্রয়োজন তার নিজের জন্য আর এখন যুদ্ধ তার সেনাবাহিনীর বিরুদ্ধে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৫৩:০৫ বিকাল
কি বিচিত্র বাংলাদেশের রাজনীতি। বেগম খালেদা জিয়া গত ১২ ডিসেম্বর ২০১৩ তারিখে পূর্বতন প্রধানমন্ত্রী হয়েও শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য সেনাবাহিনীকে উস্কে দেওয়ার জন্য সরকার বিরোধী প্রচারণা হিসাবে জাতিসংঘকে আহ্বান করেছিলেন যেন জাতিসংঘ বাহিনী থেকে বাংলাদেশের সব সৈন্য ফেরত আনা হয় আর গণতন্ত্রের অজুহাতে যেন কোনদিন জাতিসংঘ বাহিনীতে বাংলাদেশ থেকে সৈন্য বাহিনী না নেওয়া হয়। এখন দেশে প্রায় দুমাস ধরে অবরোধ দিয়ে ১ লক্ষ ২০ হাজার কোটি টাকার ক্ষতি করেছে এবং ডিজিটাল হরতালের মাধ্যমে অর্থাৎ হরতালের তারিখ শেষ না হতেই তিনি কার্যালয়ে বসে বসে আরাম আয়েশের মাধ্যমে নতুন করে হরতাল অবরোধের ডাক দিয়ে সাধারণ জনগণকে পুড়িয়ে মারছে। দেশকে ধ্বংসের পরিকল্পনা করছে অথচ ভাবার বিষয় হল বিএনপির কোন নেতা-নেত্রিরা আজ রাস্তায় নেই। এই খালেদা জিয়া একসময়ে পদ্মা ব্রিজ না করতে দেওয়ার জন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত বিশ্ব ব্যাংকের সহযোগিতাকে বন্ধ করে দিয়েছে। আর তারই জের ধরে বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে নিজ দেশের অর্থায়নে পদ্মা ব্রিজের কাজ শুরু করেছেন। এমনও প্রমাণ পাওয়া গেছে খালেদা জিয়া জাতি সংঘের কাছে পত্রালাপে বাংলাদেশ থেকে শান্তি রক্ষী বাহিনীতে সৈন্য না নেওয়ার জন্য এবং বর্তমানে অবস্থিত সৈন্যদের ফেরত পাঠানোর জন্য লবিং করে যাচ্ছে। বাংলাদেশ থেকে সাধারণত মধ্য প্রাচ্যে দেশগুলোতে অধিক সংখ্যক জনশক্তি রপ্তানি করা হয়, যা থেকে দেশের সিংহ ভাগ রেমিটেন্স অর্জিত হয়। অথচ বিবেকহীন এই নেত্রী শুধুমাত্র নিজের সুখ সাচ্ছন্দের জন্য মধ্যপাচ্যে সহ অন্যান্য দেশগুলোতে যাতে জনশক্তি রপ্তানি না হয় সে লক্ষ্যে জোর তদবির করে চলেছে। আজ হরতাল অবরোধের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে। পরীক্ষা না দিতে পেরে অনিশ্চয়তায় ভুগছে ১৫ লক্ষ শিক্ষার্থী। উপায়ন্তর না পেয়ে সরকারি ছুটি এবং এমনকি হরতাল অবরোধের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষার্থীদের ছুটতে হচ্ছে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। পাশের রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান, মিশর এবং অন্য সকল দেশের রাজনীতিবিদরা যেভাবে সরকারের সাথে সহযোগিতা করে দেশকে উন্ননের দিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করে, সেখানে বাংলেদেশের বিরোধী রাজনীতিবিদরা সকল সময়ে সরকারের সকল কাজের সমালোচনায় বিভোর। যেখানে বর্তমান প্রধানমন্ত্রী প্রতিমাসে বাংলাদেশের সেনাবাহিনীদের জাতিসংঘে পাঠানোর জন্য রাজি করেন আর খালেদা জিয়া সেখানে উঠে পড়ে লেগেছেন জাতিসংঘ থেকে বাংলাদেশের সেনা বাহিনী ফেরত আনার জন্য।
বিষয়: বিবিধ
৮০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন