পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতি বৃদ্ধির ফলে ঢাকা-টরেন্টো ফ্লাইট চালুর আগ্রহ কানাডার
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৫৯:০৯ বিকাল
ঢাকা থেকে টরেন্টোতে সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে কানাডা। এছাড়া বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়নে অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। কানাডা- বাংলাদেশের এক পরীক্ষিত বন্ধু দেশ। বাংলাদেশের বিমান পরিবহন খাতকে যুগোপযোগী করে গড়ে তুলতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়ন করা হচ্ছে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ভুটান ও নেপালের মধ্যে বিমান যোগাযোগ সহজতর করতে সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া চলছে। ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট চালু হলে দু-দেশের পারস্পরিক সম্পর্ক যেমন বৃদ্ধি পাবে তেমনি দেশও বর্ধিত হারে বৈদেশিক মুদ্রা অর্জন করবে।
বিষয়: বিবিধ
৮৭০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন