বিএনপি জামায়াতের এই নাটকের শেষ কোথায়?
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ জানুয়ারি, ২০১৫, ০৩:০০:৪৬ দুপুর
বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা ও খুন-খারাবীতে বাঙালি স্বাধীনতার ৪৩ বছর পরেও প্রতিনিয়ত ভালোবাসার মতো স্বাধীনতাকে বিসর্জন বা হারাতে হচ্ছে। বিরোধীদের সহিংসতার জন্য রাজধানী শহর থেকে জেলা শহর পর্যন্ত প্রতিটি শহরে ঘর থেকে বের হওয়ার সময় প্রত্যেক বাঙালিকে নিজের, পরিবারের ও সমাজের বুকে লালিত ভালোবাসা এবং মৌলিক ও মানবিক স্বাধীনতা ও মূল্যবোধ হারানোর ও রক্ষার নিরন্তর সংগ্রাম করতে হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানী হেনরী ডব্লিউ নেভিনসন যেমন করে বলতেন, ভালোবাসার মতো স্বাধীনতার জন্য আমাদের নিরন্তর সংগ্রাম করতে হয়; ভালোবাসার মতো স্বাধীনতাকেও প্রতিদিন নতুন করে জয় করে নিতে হয়। আমরা সর্বদা ভালোবাসার মতো স্বাধীনতাকেও হারাচ্ছি, কারণ প্রত্যেক বিজয়ের পর আমরা ভাবি আর কোন সংগ্রাম ছাড়াই বিজয়ের ফল স্থিরচিত্তে উপভোগ করা যাবে। আমাদের বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক সংঘাত, ক্রমবর্ধমান খুন-খারাবী, অসহিঞ্চু দম বন্ধ হওয়া রাজনৈতিক গুমট এই পরিবেশ হেনরী নেভিনসনের এই বিখ্যাত উক্তি ও মূল্যায়নকে আরো প্রকটভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আর তাচ্ছিল্য করে বলে উঠে... আসলে বাঙালির স্বাধীনতার সংগ্রাম কখনো শেষ হবার নয়। কারণ স্বাধীনতা আজ বিএনপির নেতৃত্বাধীন তথা কথিত ২০ দলীয় জোটের রসাতলে যেমন পিষ্ট, একইসাথে বাসের আগুনে জ্বলসে-পুড়ে মরা কাঠ হওয়া মানুষের কঙ্কাল দেহ, কিংবাতো খালেদা জিয়ার মত বিবেকহীন ক্ষমতার অন্ধমোহে আবিষ্ট অর্বাচীন পাষণ্ড রাজনৈতিক নেত্রীর খিস্তি-খেউরের ঠোটের চিপায় আবদ্ধ, পল্টনে, বায়তুল মোকাররমে, কানসাটে, রাজশাহীসহ সারা দেশের তাণ্ডবে বধির বিবেক বন্দী অবস্থায় ল্যাংড়া-আতুর হয়ে আছে। স্বাধীনতা আজ গণতন্ত্রের নামধারী এক রুপসী নারী রূপে ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবারের মধ্যে, স্বাধীনতা আজ রাজাকার, নব্য রাজাকারের রূপকী উৎসবের মাতাল গরম হাওয়ায়, স্বাধীনতা আজ বিএনপির চাপাতির কোপে ক্ষত-বিক্ষত হয়ে নির্মম আকুতির মধ্যে ঘুর-পাক খাচ্ছে, স্বাধীনতা আজ বিরোধী মত ও পথের দমন-পীড়নের মধ্যে রক্তগঙ্গা বইয়ে দেয়ার উন্মত্ত প্রতিযোগিতার মধ্যে হাবি-ডুবু খাচ্ছে। আসলেই নেভিনসনের ভাষায়, স্বাধীনতার যুদ্ধ কখনো শেষ হয়না, কারণ এ এক নিরন্তর সংগ্রাম। ৪৩ বছরের বাংলাদেশের বর্তমান হিংস্র রাজনৈতিক ঘটনা প্রবাহের দিকে তাকালে মনে হয় জিয়াই বাঙালির ললাটে একে দিয়েছিলেন-যা আজো বড় বাস্তব এবং নির্মম সত্য। বাঙ্গালী জাতি এ অবস্থা থেকে মুক্তি পেতে চায়। তারা চায় বর্তমান সরকারের উন্নয়ন অগ্রগতিতে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সে গতি যেন কোন অপশক্তিই রোধ করতে না পারে। তারা জানতে চায় খালেদা জিয়ার নেতৃত্বাধীন তথা কথিত ২০ দলীয় জোটের এই নাটকের শেষ কোথায়?
বিষয়: বিবিধ
১২১৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন