জঙ্গি সংগঠনের নাম ব্যবহারে মদদ দিচ্ছে সুবিধাবাদী বিশ্বাসঘাতক কুচক্রি মহল

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ০৯ অক্টোবর, ২০১৫, ০৩:৩০:৩০ দুপুর

বহুবার বলেছি, বাংলাদেশে আইএস বা আল-কায়েদা নামে কোন প্রকার আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী নেই। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করে মানুষের মনে অধিক আতংক সৃষ্টি করতে চায় আমাদের স্বাধীনতা বিরোধী দেশীয় জঙ্গি সংগঠনগুলো। তাদের পিছনে মদদ দিচ্ছে সুবিধাবাদী বিশ্বাসঘাতক আরেকটি মহল। বাংলাদেশে এখনও বেশ কয়েকটি জঙ্গি সংগঠন নিষিদ্ধ হলেও আরও অন্তত ৩৭টি ছোট ছোট জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে। আর বাংলাদেশের সকল জঙ্গিবাদের হোতা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারাই বিভিন্ন নামে সময়ে সময়ে জঙ্গি তৎপরতা চালিয়ে যুদ্ধাপরাধী, মানবতাবিরোধিদের বিচারকার্য বানচাল করতে চায়। যেকোন মুল্যে দেশে অস্থিরতা সৃষ্টি করে বর্তমান সফল সরকারের পতন দেখতে চায়। তাদের সকল ষড়যন্ত্রই একে একে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও হবে। তাদের এসব চক্রান্ত বাংলাদেশে আর কখনও সফল হবে না। বাংলাদেশের সাধারন জনগণকে স্বাধীনতা বিরোধী এ চক্রটির বিরুদ্ধে সর্বদা সজাগ থাকতে হবে।

বিষয়: বিবিধ

১১৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File