নেতৃত্বের ব্যর্থতায় তলানিতে ঠেকেছে সর্বস্তরের নেতাকর্মীদের মনোবল

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫৬:০৯ দুপুর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একের পর এক ব্যর্থতায় তলানিতে ঠেকেছে দলটির সর্বস্তরের নেতাকর্মীদের মনোবল। এই অবস্থায় বিএনপির বহু নেতাকর্মী আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোতে ঢোকার পাঁয়তারা করছে, কেউ বিদেশ চলে যাওয়ার উপায় খুঁজছে, আবার কেউ রাজনীতি ছেড়ে নিরেট ভদ্রলোক হয়ে যাওয়ার কথাও ভাবছে। মামলার ভয়, নিজ ও পরিবারের নিরাপত্তার অভাব, মামলায় গ্রেপ্তারের ভয়, শীর্ষ নেতাদের সহযোগিতা না পাওয়ায় মনোবল হারিয়ে ফেলে এসব নেতাকর্মী এখন দিশেহারা। কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা দলীয় কর্মকান্ডে দৃশ্যমান না থাকায় নেতাকর্মীদের মধ্যে এ অবস্থা বিরাজ করছে। দলের সিনিয়রপর্যায় থেকে তৃণমূলের নেতাকর্মীরা দলের চেয়ে এখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে ব্যস্ত সময় পার করছেন। ছাত্রদলের কেউ কেউ এখন উচ্চশিক্ষার জন্য বিদেশ চলে যাওয়ার কথা ভাবছেন। উচ্চশিক্ষার জন্য বিশেষ করে লন্ডনে চলেও গেছেন অনেকে। কেউ আবার ব্যবসাবাণিজ্য কিংবা চাকরি তৃণমূলপর্যায়ের বহু ছাত্রদল, যুবদল নেতাই এখন বিএনপির কোনো ভবিষ্যৎ দেখছে না। বছরের পর বছর রাজনীতি করে দলে মূল্যায়ন না পাওয়ায় তাদের মনোবল ভেঙে চুরমার। তৃণমূলে এ ধরনের হতাশাজনক পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয়পর্যায়ে বিরাজ করছে আরো অস্থিরতা। বড় নেতাদের এই হাল দেখে এখন ছোট নেতারা প্রমাদ গুনছেন। নেতৃত্বের ব্যর্থতায় তারা বিএনপির রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। অনেকে নিষ্ক্রিয় রয়েছেন।এ অবস্থায় বিএনপিতে সুবিধাবাদী রাজনীতির ধারা বেগবান হচ্ছে। যে যেভাবে পারছেন, নিজেকে এবং পরিবারকে রক্ষার জন্য সে ব্যবস্থা গ্রহণ করছেন। বারবার আন্দোলন ব্যর্থ হওয়ায় তারা এখন ত্যক্ত-বিরক্ত। এই বিরক্ত নেতাকর্মীরা এখন প্রকাশ্যেই খালেদা জিয়া ও তারেক রহমানের সমালোচনা শুরু করেছেন। সমালোচনা এত তীব্র যে, তা যেকোনো সময় ভেঙে দিতে পারে জিয়াউর রহমানের হাতে গড়া প্রায় ৪০ বছরের প্রাচীন এই দলটিকে।

বিষয়: বিবিধ

১১২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File