আন্তঃদেশীয় ও উত্তরাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে সরকারের যুগান্তকারী পদক্ষেপ
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩২:৫৪ সন্ধ্যা
রাজধানীর সঙ্গে দেশের উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে, গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার চার লেন সড়ক নির্মাণে তিন ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সরকার। চুক্তি অনুযায়ী, ৭০৪ কোটি ৩১ লাখ টাকায় ভোগরা বাজার থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত সড়ক নির্মাণ করবে যৌথভাবে কেয়েরইয়ং-স্পেকট্রা লিমিটেড, ৬৪৫ কোটি ১৭ লাখ টাকায় কালিয়াকৈর বাইপাস থেকে তেদুল্লামারি পর্যন্ত সড়ক নির্মাণ করবে এএমএল-এইচসিএম লিমিটেড এবং ৬৫৮ কোটি ২৫ লাখ টাকায় টাঙ্গাইল থেকে এলেঙ্গা পর্যন্ত সড়ক নির্মাণ করবে যৌথভাবে সামওয়ান-মীর আক্তার লিমিটেড কোম্পানি। সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হবে। জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়কটির নির্মাণ কাজ ৩৬ মাসের মধ্যে শেষ করা হবে। সড়কটি নির্মিত হলে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আন্তঃদেশীয় সড়ক যোগাযোগ উন্নয়নসহ ব্যবসায়-বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা-সংস্কৃতির প্রসার এবং জিডিপি প্রবৃদ্ধি রাখবে।
বিষয়: বিবিধ
৭৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন