দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব পরিমণ্ডলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১০:১৫ বিকাল
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বৃদ্ধি লাভ করেছে। সম্প্রতি প্রকাশিত আমেরিকান জরিপ সংস্থা ‘আইআরআই’র জরিপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তার বাস্তব চিত্র উঠে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে সঠিক পথে এগিয়ে যাচ্ছে তা প্রমাণিত। জরিপে দেশের বর্তমান অবস্থান সঠিকভাবে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশ পরিচালনা করছেন। তাই বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর উপর জনগণের পূর্ণ আস্থা রয়েছে। আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, চাল রফতানিও হচ্ছে। বিদ্যুত উৎপাদন ক্ষমতা ১৩ হাজার মেগাওয়াট, উৎপাদন বেড়েই চলছে। জিডিপি ৭ বছর ধরে ৬ শতাংশের ওপরে, সে তুলনায় মূল্যস্ফীতিও সহনীয় পর্যায়ে। মাথাপিছু আয় বছরে ১৩১৪ মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার। আইটি সেবা গ্রাম পর্যন্ত চলে গেছে। কমিউনিটি হেলথ ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায়। ১৬ কোটি মানুষের মধ্যে ১২ কোটি সেলফোন কার্যকর। গড় আয়ু ৭০-এর কাছাকাছি। আসলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে। সর্বোপরি গ্রামীণ অর্থনীতিতে রীতিমতো বিপ্লব ঘটে গেছে। লক্ষ্যমাত্রার আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে রয়েছে। উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশ আজ এশিয়া তো বটেই, বিশ্বের অনেক দেশের কাছে ঈর্ষণীয়। উন্নত দেশগুলোও আজ বলছে, বিস্ময়কর উত্থান ঘটেছে বাংলাদেশের।
বিষয়: বিবিধ
৬৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন