মিথ্যাচার ও অপপ্রচার ইসলামী বিধি-বিধান অনুযায়ী হারাম
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৩ আগস্ট, ২০১৫, ০৩:২৯:২৪ দুপুর
ইসলামে মিথ্যা কথা বলা হারাম। কিন্তু বিএনপি, জামায়াত-শিবির সবসময়ই ইতিহাসের বিকৃতি, আওয়ামীলীগের অপপ্রচার এবং মিথ্যাচার করে বেড়ায়। তারা কি আদৌ ইসলাম ধর্মের বিধি বিধানে বিশ্বাস করে, নাকি ইসলামের লেবাসে তারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করে বেড়ায়? তারা প্রতিনিয়ত ইসলাম ধর্মকে কলংকিত করছে। মহান আল্লাহ তায়ালা বলেন, যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইয়ো না। (সূরা ইসরা ৩৬ আয়াত)। তিনি আরও বলেছেন, মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। (ক্বাফ ১৮ আয়াত)। আব্দুল্লাহ ইবনে আমর ইবন ‘আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘চারটি স্বভাব যার মধ্যে থাকবে, সে খাঁটি মুনাফিক গণ্য হবে। আর যে ব্যক্তির মাঝে তার মধ্য হতে একটি স্বভাব থাকবে, তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকদের একটি স্বভাব থেকে যাবে। [সে স্বভাবগুলি হল,] ১। তার কাছে আমানত রাখা হলে খিয়ানত করে। ২। সে কথা বললে মিথ্যা বলে। ৩। ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং ৪। ঝগড়া-বিবাদে লিপ্ত হলে অশ্লীল ভাষা বলে।’’ (বুখারী ও মুসলিম)। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা হল,মানুষ আপন চক্ষুকে এমন কিছু দেখায়, যা সে দেখেনি।’’ [অর্থাৎ সে যা দেখেনি সে সম্পর্কে মিথ্যা করে বলে, ‘আমি দেখেছি।’] (বুখারী শরীফ)। সুতরাং, বিএনপি এবং জামায়াত ইসলামী জোট বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধে যেসব মিথ্যাচার ও অপ-প্রচার চালায়, তা ইসলামী বিধি-বিধান অনুযায়ী সম্পূর্ণ হারাম। কিন্তু দুঃখের বিষয়, যারা নিজেদেরকে ইসলামের রক্ষক বলে প্রচার করে বেড়ায় তারা নিজেরাই কোরআন হাদিসের তোয়াক্কা করছে না। ইসলাম ধর্মের নামে রাজনীতি এসবই যে তাদের ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।
বিষয়: বিবিধ
৭৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন