আন্তর্জাতিক বাণিজ্যমেলার স্থায়ী প্রদর্শনী কেন্দ্র যাচ্ছে পূর্বাচলে

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ৩১ জুলাই, ২০১৫, ০৪:১৫:৩৬ বিকাল

শুরু থেকে গত ২০ বছর ধরে রাজধানীর শেরেবাংলা নগরের খোলা স্থানে আন্তর্জাতিক বাণিজ্যমেলা হয়ে আসলেও ২০১৮ সালের পর তা চলে যাবে পূর্বাচলে। সেখানে নির্মিত হচ্ছে স্থায়ী বাণিজ্যমেলা কেন্দ্র। চীন সরকারের অনুদানে এটি নির্মাণ করা হচ্ছে। জমি সংক্রান্ত জটিলতা থাকলেও শেষ পর্যন্ত জমি পাওয়া গেছে। পূর্বাচলের নিউটাউন এলাকায় চার নম্বর সেক্টরের ৩১২ নাম্বার রোডে ২০ একর জায়গা জুড়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার নামের স্থায়ী এ বাণিজ্যমেলা কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭৯৬ কোটি ১ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ১৩৮ কোটি ১৮ লাখ এবং চীন সরকারের অনুদান থেকে ৬২৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয় করা হবে। এ প্রদর্শনী কেন্দ্রটি নির্মিত হলে ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি প্ল্যাটফরম স্থাপিত হবে। এতে দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন জোরদার হবে। এসব দিক বিবেচনা করে প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়েছে। তাছাড়া ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় পণ্য ও বাজার বহুমুখীকরণের বিষয় উল্লেখ রয়েছে। প্রস্তাবিত এ প্রকল্পটি বাস্তবায়িত হলে পণ্য প্রস্তুতকারী ও রফতানিকারকরা তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পাবে। এরফলে বাণিজ্যের উৎকর্ষ সাধনের সুযোগ বাড়বে।

বিষয়: বিবিধ

৮১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File