কোনো রাজনৈতিক দল, অপরাধী, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীদের আশ্রয়স্থল হতে পারে না

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৯ জুলাই, ২০১৫, ০৪:০৪:৩৬ বিকাল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে দল থেকে বহিষ্কার করলে বিএনপি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হবে। আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধী, কোন নেতা-নেত্রী যদি কোনো গণতান্ত্রিক দলে থাকে তাহলে দলের সাংগঠনিক অবস্থা এমনিতেই ভেঙ্গে পড়বে। তাই বিএনপির নেতাদের বলবো, আগুন সন্ত্রাসী ও দুর্নীতিবাজ খালেদা ও তারেক রহমানকে বাদ দিয়ে দলকে শক্তিশালী করুন। বিএনপির ভাঙন এ সরকারের উদ্দেশ্য নয়, এই সরকার গণতন্ত্র, বহুমত, বহুদল ও নির্বাচনে বিশ্বাস করে। দল ভাঙা ও দল নিষ্ক্রিয় করা সরকারের কোনো লক্ষ্য নয়। দল থাকবে তবে দলের মধ্যে কোনো নেতা অপরাধী হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক দল কোনো অপরাধী, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীদের আশ্রয়স্থল হতে পারে না। বর্তমান ২০ দলীয় জোট সকল ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দিয়ে চলছে। দেশের স্বার্থে এ ধরণের রাজনৈতিক দলকে অবশ্যই পরিহার করা উচিত।

বিষয়: বিবিধ

৬৯৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332512
২৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভাল বলেছেন ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File