ব্যবসা বাণিজ্য প্রসারে এশিয়ান হাইওয়েতে যুক্ত হচ্ছে বাংলাদেশের ৮ মহাসড়ক

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৮ জুলাই, ২০১৫, ০৩:১৯:৫০ দুপুর



ব্যবসা-বাণিজ্য প্রসারে এশিয়ান হাইওয়ে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) এর আওতায় অর্থনৈতিক করিডোরে (বিসিআইএম) নতুন করে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের ৮টি মহাসড়ক। এসব সড়কের মোট দৈর্ঘ্য হবে ৬০০ কিলোমিটার। আন্তর্জাতিকভাবে ব্যবহারের উপযোগী করতে এসব সড়কের উপর সমীক্ষা চালিয়ে নকশাও প্রায় চুড়ান্ত করেছে বাংলাদেশ সরকার। ফরিদপুরের ভাঙ্গা-ভাটিয়াপাড়া-কালনা-লোহাগড়া-নড়াইল যশোরের বেনাপোল হয়ে ভারতে প্রবশে করবে প্রথম করিডোরটি। রংপুর -সৈয়দপুর-বাংলাবান্ধা হয়ে ভারতে প্রবেশ করবে দ্বিতীয় করিডোরতি। পটুয়াখালীর খেপুপাড়া-পায়রা বন্দরের সঙ্গে অভ্যন্তরীণ মহাসড়ককে সংযুক্ত করবে তৃতীয় করিডোরটি। সিলেটের চরখাই-শেওলা-সূত্রাকান্দি হয়ে ভারতে প্রবেশ করবেচতুর্থ করিডোরটি। এটি চট্টগ্রাম একসেস রোড হবে পঞ্চম করিডোর। সাভার নবীনগর থেকে পাটুরিয়া রোড পযর্ন্ত হবে ৬ষ্ঠ করিডোর। নাটোর-বনপড়া-ঈশ্বরদী-পাকশি-কুষ্টিয়া হয়ে ঝিনাইদহে মিলিত হবে সপ্তম করিডোর। রংপুরের পাগলাপীর-ধালীয়া-বারখাতা হয়ে ভারতে প্রবেশ করবে অষ্টম করিডর। এই বিশাল করিডোরে নতুন করে বাংলাদেশের ৮টি মহাসড়কের ৬০০ কিলোমিটার পথ যুক্ত হয়ে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভূটানের মধ্যে আঞ্চলিক যোগাযোগ উন্নতিকরনে বাণিজ্য প্রসার ঘটবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে বাংলাদেশ।

বিষয়: বিবিধ

৭৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File