খালেদা জিয়া যখন জামায়াতকে নিয়ে পেট্রোল বোমায় শত শত নিরীহ মানুষের জীবননাশ ঘটায়,তখন বাংলার মানুষ কি চোখ বন্ধ করে ছিলেন
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২১ জুলাই, ২০১৫, ০৪:৩২:২৮ বিকাল
সেই জন্মলগ্ন থেকেই দলটিতে যে মিথ্যা ও ষড়যন্ত্রের রাজনীতির সূচনা ঘটে, বিএনপি প্রতিষ্ঠা আর পাকিস্তানবাদী রাজনীতি চর্চার ইতিহাস কমবেশি সকলেরই জানা। বিএনপি সেই ধারাটিই অত্যন্ত নিষ্ঠা ও যতের সঙ্গে অনুশীলন করে চলেছে। বেগম খালেদা জিয়া বলেছে আন্দোলন হবে দেশের জন্য, মানুষের কল্যাণে জন্য। আমরা জ্বালাও-পোড়াও-ভাংচুরের আন্দোলনে বিশ্বাস করি না। তাহলে কারা জ্বালাও-পোড়াও করেছে, তা দেশবাসী জানে। বিএনপি এমন মিথ্যা কথা জনগণের সামনে কি ভাবে বলেন।খালেদা জিয়া যখন জামায়াতকে নিয়ে পেট্রোল বোমায় শত শত নিরীহ মানুষের জীবননাশ ঘটায়,তখন বাংলার মানুষ কি চোখ বন্ধ করে ছিলেন ।সব দেখেছে দেশের জনগণ। হানাহানি-খুনাখুনি-মারামারি ছাড়া বিএনপির মধ্যে কি আছে। আজ জনগণকে জিম্মি করে ফেলেছে বিএনপি জামাতের ক্যাডাররা। আজ দেশের মানুষ বিশ্বাস করে না বিএনপি জামাতের ।কারন তারা করতে পারে না এমন কাজ দুনিয়াতে নাই ।এসব রাজনীতিকদের জানা ছিল না এ কথা পাগলেও বিশ্বাস করবে না। সুবিধাবাদের রাজনীতির পরাকাষ্ঠা আর কাকে বলে!
বিষয়: বিবিধ
৬০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন