এটা কি বিএনপির নোংরা রাজনীতি নয়?

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১৭ জুলাই, ২০১৫, ০২:৪৫:৩৩ দুপুর





বিএনপি নেতারা প্রায়ই বলে থাকেন যে, বিচারটা রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হবে এবং বিচারের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা যাবে না। বিএনপির এ ধরনের বক্তব্যই আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।সরকার যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, সাদেক হোসেন খোকা, মীর্জা আব্বাস, প্রমুখ নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দিয়ে গ্রেপ্তার করত তাহলেই না বলা যেত যে সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই এই বিচার কাজ করতে চাইছে। সেটা তো করা হয়নি। তারপরও কেন এই অভিযোগ? এটা কি বিএনপির নোংরা রাজনীতি নয়? বিএনপির পক্ষ থেকে এমন প্রশ্নও তোলা হয় যে, এতদিন পরে কেন যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে? স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সরকারের আমলেই যুদ্ধাপরাধী, দালাল-রাজাকারদের বিচার শুরু হয়েছিল। অসংখ্য দালাল-রাজাকারকে গ্রেপ্তার করা হয়েছিল। বেশ কয়েকজনের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে দালাল আইন বাতিলের মাধ্যমে সবাইকে জেল থেকে ছেড়ে দেন। আওয়ামী লীগ অতীতে বিচার শেষ না করে ভুল করেছিল। এখন সেই ভুল শুধরে নিয়ে বিচার করছে। এতে সমস্যা কোথায়? দেশের শাসন ক্ষমতায় আওয়ামী লীগের চেয়ে বেশি সময় ছিল বিএনপি। বিএনপি যদি যুদ্ধাপরাধীদের বিচার চায়-ই তাহলে তারা কেন ক্ষমতায় থাকতে ‘স্বচ্ছ’ ও ‘নিরপেক্ষ’ভাবে বিচার কাজটি শুরু ও শেষ করেনি? বিএনপির কোনো সৎ উদ্দেশ্য নেই। তারা আসলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। আওয়ামী লীগ আগের ভুল শুধরে নিয়েছে। বিএনপি কেন ভুলগুলোকেই আঁকড়ে থাকতে চাচ্ছে? সবচেয়ে বড় কথা, মানুষ খুন করা বা গণহত্যার বিচার কখনো তামাদি হয় না। এটা এক বছর, দশ বছর, পঞ্চাশ বছর পরও হতে পারে। যখন উপযুক্ত পরিবেশ-পরিস্থিতি হয়, তখনই ঘাতক-অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যায়। কাজেই আগে বিচার করা হয়নি বলে বিলম্বে বিচার করা যাবে না- এটা কোনোভাবেই যুক্তির কথা হতে পারে না।একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতা করে জামায়াত যে বদনামের ভাগিদার হয়েছে, বিএনপি তার সঙ্গে নিজেদের জড়াবে না- এমনটা কারো কারো কাছে প্রত্যাশিত হলেও এখন এটা পরিষ্কার যে এই দুই দলের সম্পর্ক ছিন্ন হওয়ার মতো নয়।

বিষয়: বিবিধ

৭৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File