জামায়াত-রাজাকারের যে আদর্শ, জিয়ারও সেই আদর্শ। তার তুলনা তিনি নিজেই
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ০১ জুলাই, ২০১৫, ০৪:৫৫:৫৯ বিকাল
জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি আজ হাজার হাজার মাইল দূরে সরে গেছে। এ জন্য বিএনপি দুর্নীতিগ্রস্ত, স্বজনপ্রীতি, কলুষিত, রুগ্ণ দলে পরিণত হয়েছে। রাজনৈতিক আদর্শটা কী ছিল? কেমন ছিল? তিনি তো পেশাদার সৈনিক ছিলেন। কখনো রাজনীতি করেননি, বিরোধী দল করেননি, জেল খাটেননি। তিনি ছিলেন কটুবুদ্ধিসপন্ন এক উচ্চাভিলাষী সুবিধাবাদী সৈনিক। জিয়া ছিলেন ৮নং ইস্ট বেঙ্গল-এর প্রধান। তার সহযোদ্ধাদের ফেলে তিনি ক্যাম্প ছেড়ে পালিয়ে ছিলেন। তার ফলে ইস্ট বেঙ্গল-এর কয়েক হাজার সৈনিক শাহাদাৎ বরণ করেন। কালুরঘাট বেতার কেন্দ্রে যখন পাক হানাদার বাহিনী প্লেন থেকে বোমা বর্ষণ করে, তখন জিয়া ভয়ে সেখান থেকে পলায়ন করেন। কোনো রকম প্রতিরোধ করেননি। তিনি মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হওয়ার ষড়যন্ত্র করেছিলেন। এ কথা জানতে পেরে জেনারেল ওসমানী তাকে ‘শুট ডাউন’ করার হুকুম দিয়েছিলেন। প্রধানমন্ত্রী তাজউদ্দিন হস্তক্ষেপ করে তাকে বাঁচিয়েছেন। জিয়া মুজিবনগরে বিভিন্ন ক্যাম্পে মুজিবনগর সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াতেন। বলতেন, ‘এমপি সাহেবরা কিছুই করছেন না, যুদ্ধ আমরাই করছি।’ এ কথা জানতে পেরে জেনারেল ওসমানী খুবই রেগে যান। এই হলো জিয়ার আদর্শ। ভাবতেও অবাক লাগে যিনি ডা. আলীম চৌধুরীর নিষ্ঠুর হত্যাকারী মওলানা মান্নানের মতো ভণ্ড ধড়িবাজকে মন্ত্রী বানাতে পারেন, তার কি না আবার আদর্শও ছিল। জিয়া রাজাকারের প্রতিপালক, বঙ্গবন্ধুর খুনিদের রক্ষাকর্তা, সংবিধানের ইনডেমনিটি কালো আইনের প্রণেতা, আজকের বিচারাধীন ফাঁসির আসামী-যুদ্ধাপরাধীদের ত্রাণকর্তা। জামায়াত-রাজাকারের যে আদর্শ, জিয়ারও সেই আদর্শ। মুসলিম লীগের যে আদর্শ, জিয়ারও সেই আদর্শ।
বিষয়: বিবিধ
৮১২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন