স্বাধীনতা বিরোধীদের পাশে এখনও আছেন বোঝাতেই জামায়াতের ইফতারে ২০ দলীয় জোট নেত্রী

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৭ জুন, ২০১৫, ০৩:৩৫:২৮ দুপুর



বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক দল জামায়াতে ইসলামী। দলটিকে জোটে রাখা নিয়ে দেশে-বিদেশে চাপে আছে বিএনপি। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একটি অংশও দলের ভেতর এ নিয়ে কথা বলছেন। নেতাদের ফাঁস হওয়া ফোনালাপে এর প্রমাণ পাওয়া যায়। এর আগে ইউরোপীয় ইউনিয়নও বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ দিয়েছিল। সর্বশেষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার বৈঠক নিয়ে জামায়াতও দুশ্চিন্তায় পড়েছিল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ইফতারে অংশ নেন। এটাকে একটি বার্তা হিসেবে দেখছেন বিএনপির কেউ কেউ। স্বাধীনতা বিরোধীদের পাশে যে এখনো আছেন সেটা বোঝাতেই জামায়াতের ইফতার পার্টিতে অংশ নিয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। সবাই খালেদা জিয়াকে বলেছেন, আপনি জামায়াতের সঙ্গ ছাড়ুন। বিএনপি নেতারাও বলেছেন, জামায়াত না ছাড়লে আমরা আপনাকে ছাড়বো। কিন্তু যেভাবে জামায়াত নেতাদের পাশে বসে ইফতারি করলেন তাতে মনে হয়েছে, খালেদা জিয়া বিএনপি ছাড়তে পারেন, কিন্তু জামায়াত ছাড়তে পারেন না।

বিষয়: বিবিধ

৬৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File