সাত শ’ শয্যার বিশেষায়িত বঙ্গবন্ধু মেডিক্যালে সাশ্রীয় খরচ বা স্বল্প ব্যয়ে দেশেই মিলবে উন্নতমানের চিকিৎসাসেবা

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ০৩ জুন, ২০১৫, ০৬:০১:৩৪ সন্ধ্যা



বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সাত শ' শয্যাবিশিষ্ট 'মাল্টি ডিসিপ্লিনারি এ্যান্ড সুপার স্পেশালাইজড হসপিটাল' নির্মাণে এক হাজার কোটি টাকা ঋণ সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া। হাসপাতালটি বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের উত্তরে ১২ বিঘা জমির ওপর নির্মাণ করা হবে। মাল্টি ডিসিপ্লিনারি ও সুপার স্পেশালাইজড এ হাসপাতালটি নির্মাণের জন্য কোরিয়া সরকারের পক্ষে কোরিয়ান এক্সিম ব্যাংক বাংলাদেশ সরকারকে ৪০ বছর মেয়াদী ১ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেবে। এই বিশেষায়িত হাসপাতালে বিশেষায়িত ব্যবস্থায় বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান এবং গবেষণা করা হবে। এগুলো হলো লিভার গল ব্লাডার ও প্যানক্রিস সেন্টার, অরগান ট্রান্সপ্লান্ট সেন্টার, ক্যান্সার সেন্টার, ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, ডেন্টাল সেন্টার, কারডিও ভাসকুলার/নিউরোসার্জারি সেন্টার, এনড্রোক্রানোলজি ডায়াবেটিস সেন্টার, রেসপাইরেটরি সেন্টার, জেরিআট্রিক (বয়স্কদের চিকিৎসা) সেন্টার, জয়েন্ট/স্পাইন কর্ড সেন্টার, হার্ট সেন্টার, বার্ন ইনজুরি সেন্টার, হেলথ স্ক্রিনিং সেন্টার, ইমারজেন্সি মেডিক্যাল সেন্টার, এমবুলেটরি সার্জারি সেন্টার এবং কিডনি মেশিন সেন্টার (হিমোডায়ালাইসিস সেন্টার) উল্লেখযোগ্য। এই বিশেষায়িত হাসপাতালটি একটি পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্র হবে এবং এখানে সব ধরনের গবেষণা উপযোগী আধুনিক যন্ত্রপাতি থাকবে। এ হাসপাতালটি চালু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, চিকিৎসা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল ও উন্নত হবে। দেশের রোগীদের বিদেশে গিয়ে চিকিৎসা নেয়ার প্রবণতা হ্রাস পাবে; সর্বোপরি তুলনামূলক সাশ্রীয় খরচে বা স্বল্প ব্যয়ে দেশেই উন্নত চিকিৎসাসেবা রোগীদের প্রদান করা সম্ভব হবে।

বিষয়: বিবিধ

৮৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File