দুই দেশের প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদি-শেখ হাসিনা) হাতেই খুলছে কসবা সীমান্ত হাটের দ্বার

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ৩১ মে, ২০১৫, ০৪:৪৬:৫৭ বিকাল



সীমান্তবর্তী এলাকাবাসীদের সুবিধার্থে দুই দেশের যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তাঁরাপুর সীমান্তে নির্মিত হয়েছে চতুর্থ `সীমান্ত হাট`। এর ফলে জুন মাসের প্রথম সপ্তাহেই দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে দু`দেশের সীমান্তবর্তী এলাকার কয়েক হাজার বাসিন্দার। বাংলাদেশের ৬৯.৬৬ শতাংশ ও ভারতের ৬৯.৬৬ শতাংশ ভূমিতে দু`দেশের সরকার নির্ধারিত ১৬টি করে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়সহ হাটের আশপাশের ৫ কিলোমিটার পর্যন্ত এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। আর ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে হাটে একটি `মানি চেঞ্জার` বুথ থাকবে। সীমান্ত এলাকায় কোনো হাট-বাজার না থাকায় দুই দেশের সরকারের এমন উদ্যোগ। এই সীমান্ত হাট চালু হলে দুই দেশের সীমান্তবর্তী এলাকার মানুষরা উপকৃত হওয়ার পাশাপাশি দু`দেশের মধ্যে পারস্পরিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদী বাংলার জনগণ।

বিষয়: বিবিধ

৭১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File