সালাহউদ্দিন আহমেদের বেঁচে থাকার সন্ধান পাওয়ার মধ্য দিয়ে বিএনপির মিথ্যাচারিতার চূড়ান্ত পরিচয়

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৭ মে, ২০১৫, ০৩:২২:৩৮ দুপুর



ভারতের মেঘালয় রাজ্যের একটি মানসিক হাসপাতালে আছেন দুই মাসের বেশি সময় ধরে নিখোঁজ থাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। এক সংবাদ সম্মেলনে সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ এই তথ্য জানিয়েছেন। ১১ মে মেঘালয়ের গলফ গ্রিন এলাকায় ঘোরাফেরার সময় সালাহউদ্দিনকে পুলিশ আটক করে। প্রথমে তার কথা শুনে পুলিশের মনে হয়েছে তিনি অপ্রকৃতিস্থ। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি সুস্থ বলে চিকিৎসকরা জানান। সালাহউদ্দিনের সঙ্গে তার স্ত্রী হাসিনা আহমেদের কথপোকথনের মাধ্যমে এটা পরিষ্কার যে, বিএনপির এই নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহরণ করেনি। নিখোঁজ হওয়ার পর থেকেই তার সন্ধান করছিল পুলিশ। বিএনপির এই নেতার বিরুদ্ধে নাশকতার কয়েকটি মামলা আছে। মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আদালত। ঘটনার শুরু থেকে সালাহউদ্দিনকে ধরে নিয়ে যাওয়ার জন্য তার পরিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই দায়ী করে আসছে। অবশেষে ভারতে তার উপস্থিতিতে এটাই প্রমানিত হয় যে, সরকারকে বিপদে ফেলতে তিনি নিজেই আত্মগোপন করেছিলেন।

বিষয়: বিবিধ

৬৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File