শ্রমিকদের আবাসন সঙ্কট নিরসনে টঙ্গী ও নারায়ণগঞ্জে শ্রমিকদের জন্য আবাসন ভবন ও হাসপাতাল নির্মান করতে যাচ্ছে সরকার
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২১ মে, ২০১৫, ০৩:২৫:০৯ দুপুর
শ্রমিকদের আবাসন সঙ্কট নিরসনে টঙ্গী ও নারায়ণগঞ্জে দু’টি ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ভবন হবে ছয়তলাবিশিষ্ট। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিল্পাঞ্চলগুলো এরূপ আরো আবাসিক ভবন নির্মাণ করা হবে। সরকার নিজস্ব অর্থায়নে এ ভবনগুলো নির্মাণ করে দেবে। এ ছাড়া শ্রমিক কল্যাণ কেন্দ্রগুলোর মধ্য থেকে শ্রমঘন এলাকায় পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতাল করারও পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। প্রথমটি নারায়ণগঞ্জের চাষাঢ়ায় দুই শ’ শয্যাবিশিষ্ট হাসপাতাল করা হবে। এ হাসপাতালের জন্য বিকেএমইএ তিন কোটি টাকা প্রদানের প্রস্তাব দিয়েছে। শ্রম আইন ১৩ এর সংশোধন চূড়ান্ত করা হয়েছে। দ্রুতই এটির বিধিমালা প্রণয়ন করা হবে। বর্তমানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১০৫ কোটি টাকার তহবিল রয়েছে। আগামী তিন বছরে এই টাকা হাজার কোটি ছাড়িয়ে যাবে এবং তা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে।
বিষয়: বিবিধ
৬১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন