যোগ্য নেতার যোগ্য নাতনি
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ০৯ মে, ২০১৫, ০৮:৩১:০৪ রাত
লন্ডনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলাদেশি কমিউনিটিসহ মূলধারার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক জয়ী হয়েছেন লন্ডনের অভিজাত এলাকা হ্যাম্পস্টেড এ্যান্ড কিলবার্ন। তিনি ২৩ হাজার ৯৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পাটির প্রার্থী সায়মন মার্কাস পেয়েছেন ২২ হাজার ৮৩৯ ভোট। এ আসনটি বরাবরই গুরুত্বপূর্ণ হিসেবে ব্রিটিশ সমাজে বিবেচিত। টিউলিপ ২০১০ সালে একই এলাকা থেকে স্থানীয় কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। টিউলিপ ১৬ বছর বয়স থেকে হ্যাম্পস্টেড এ্যান্ড কিলবার্নে বসবাস করছেন। এই এলাকার স্কুলে পড়েছেন তিনি। শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ লন্ডনের মিচামে জন্মগ্রহণ করেন। তার শিশুকাল কেটেছে ব্রুনেই, বাংলাদেশ, ভারত এবং সিঙ্গাপুরে। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গবর্নমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রীধারী টিউলিপ সিদ্দিক মাত্র ১৬ বছর বয়সেই লেবার পার্টির সদস্য হন। ২০১০ সালে লন্ডন বারা অব ক্যামডেন কাউন্সিলে প্রথম বাংলাদেশী মহিলা হিসেবে কাউন্সিলার নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। পরে কাউন্সিলের সংস্কৃতি বিষয়ক কেবিনেট মেম্বারের দায়িত্ব পালন করেন তিনি। দলটির নতুন প্রার্থী টিউলিপ সিদ্দিক রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে ভোটের মাঠে নামেন। তিনি পড়ালেখা করেছেন লন্ডনের বিখ্যাত দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে। এছাড়া তার কর্মজীবনেও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার গত নির্বাচনী ক্যাম্পেইনে তিনি অংশ নেন। একেই বলে যোগ্য নেতার যোগ্য নাতনি।
বিষয়: বিবিধ
৫৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন