অতীতের ভূল স্বীকার করে জনগণের কাছাকাছি আসায় কি এখন জরুরী নয়?

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ০৭ মে, ২০১৫, ০৪:৪৯:০৩ বিকাল

৫ জানুয়ারির নির্বাচন না করে এবং সিটি নির্বাচনে অংশ নিয়ে মাঝপথে সরে দাঁড়িয়ে তারা আবারও ভুল করেছে। তাদের নেত্রী কোর্টে দাঁড়িয়ে মাথা নত করেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করেছেন। তাদের মনে রাখতে হবে, ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে হবে। এর কোন বিকল্প নেই। যারা মাঠ ছেড়ে পালিয়ে যায়, তারা কোন দিন নির্বাচনে বিজয়ী হতে পারে না। তাদের কোন অভিযোগও থাকতে পারে না। তাদের উচিত ৭১-এর ঘাতকদের ছেড়ে, অতীতের ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া। বর্তমান সরকার দেশের বিদ্যুত, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাতসহ দেশের সামগ্রিক উন্নয়ন করেছেন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২০১৯ সালের নির্বাচনের আগে তাদের অনেক কাজ করতে হবে। জনগণের ভালবাসা এবং মন জয় করেই তাদের বিজয়ী হতে হবে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব-এশিয়ার মধ্যে একটি সুন্দর এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে এগিয়ে আসতে হবে। তবেই না জনগণের কাছাকাছি পৌছানো সম্ভব হবে। পুনরুদ্ধার হবে বিএনপির দলের অস্তিত্ব।

বিষয়: বিবিধ

৭৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File