সিটি নির্বাচনের পরিবেশ ভাল ইতিবাচক

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৩ এপ্রিল, ২০১৫, ০৫:৫৪:৪৭ বিকাল



এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে অনেকগুলো বৈশিষ্ট্য আছে এবং তা ইতিবাচক। এই প্রথম কোন নির্বাচনের ক্ষেত্রে বলা যেতে পারে প্রায় সব কিছুই ইতিবাচক। প্রথমেই লক্ষণীয় যেটি, সেটি হচ্ছে, প্রার্থীরা পরস্পরের চৌদ্দপুরুষ উদ্ধার থেকে নিজেদের বিরত রাখছেন। এর কারণ কী? শিক্ষা? প্রথম সারির প্রতিদ্বন্দ্বীরা সবাই কম বেশি শিক্ষিত। অপেক্ষাকৃত তরুণ সবাই। প্রযুক্তি ব্যবহারে সবাই আগ্রহী। অনেকে যৌথভাবে একই পাটাতনে দাঁড়িয়ে নিজ নিজ বক্তব্য রাখছেন। চট্টগ্রামের ক্ষেত্রেও একই দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশের রাজনীতির জন্য এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। গত দু’সপ্তাহে হামলা মামলার কোন সংবাদ পাওয়া যায়নি। এ বিষয়টিও আমাদের রাজনীতির জন্য ইতিবাচক। উপমহাদেশের সব ধরনের নির্বাচনেই হামলা, সংঘর্ষ, নিহতের ঘটনা ঘটেই। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। বিএনপি-জামায়াত যখন থেকে রাজনীতিতে এসেছে তখন থেকেই খুনখারাবি বেড়েছে। ২০১৩ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত ৫০০ প্রাথমিক স্কুল পুড়িয়ে দিয়েছিল। হত্যা-দখল কত করেছিল তার হিসাব পাওয়া যায় না। সেই বিএনপি-জামায়াত যখন নির্বাচনে এসেছে তখন আশঙ্কা থেকেই যায় যে, কিছু একটা হতে পারে। এখনও তেমন কিছু ঘটেনি। দু’একটি ইটপাটকেল, ঘুষি ছোড়াছুড়ি এই পরিবেশে গ্রহণযোগ্য। আপনাদের মনে আছে কিনা জানি না। মোহাম্মদ হানিফ যখন নির্বাচিত হন তখন হানিফের পক্ষের সাতজনকে খুন করা হয়েছিল। এই নির্বাচনে সরকারী সহনশীলতাও লক্ষণীয়। কোন প্রার্থীর নির্বাচনী প্রচারে কেউ বাধা দিয়েছে বলে অভিযোগ ওঠেনি। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীও বাড়াবাড়ি করেনি। সব মিলিয়ে নিন্দুকও বলবে, এমন ভাল পরিবেশ এর আগে কোন নির্বাচনে হয়নি।

বিষয়: বিবিধ

৫৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File