সিঙ্গাপুরের লি কুয়ান ইউ এবং বাংলাদেশের শেখ হাসিনার সরকার (পর্ব-২)

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১৫ এপ্রিল, ২০১৫, ০৪:২৮:০৫ বিকাল



এর বিপরীতে, বাংলাদেশে অশিক্ষা-কুশিক্ষা, শোষণ-নির্যাতন, হত্যা ও দেশে গোলযোগ সৃষ্টির বাহন হিসেবে একশ্রেণির প্রভাবশালী মানুষ 'ধর্ম'কে ব্যবহার করে আসছে সেই পাকিস্তানি ধর্মীয় উপনিবেশের আমল থেকে। তাই স্বাধীন বাংলাদেশে সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও উন্নয়নের জন্য ধর্মের এরূপ ব্যবহার বন্ধ সরকার সচেষ্ট। ১৯৮১ সালে স্বদেশে এসে শেখ হাসিনা স্বাধীনতার সপক্ষের দল আওয়ামী লীগকে পুনর্গঠিত করার পাশাপাশি জনগণের অধিকার আদায়ে দীর্ঘদিন আপসহীন আন্দোলন করেন এবং জনগণের কেড়ে নেয়া ক্ষমতা সেনানিবাসের বাইরে আনেন। ১৯৯৬ সালে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদের নির্বাচনে তার দল ২১ বছর পরে ক্ষমতায় আসীন হয়। বর্তমানে তিনি বাংলাদেশের তৃতীয়বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এ দেশের মানুষকে তার পিতার মতো ভালোবাসেন বলেই অটল বিশ্বাসে জনগণের হাসি ফোটাতে এবং বাঙালির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা সমুন্নত রাখতে নিরন্তর কাজ করছেন। বিগত দুই পর্বের শাসনামলে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন। একাত্তরের ঘাতকদের মানবতাবিরোধী বিচারকার্যও চলছে। বিডিআর হত্যার বিচার করছেন।দেশে কুচক্রীদের অবৈধভাবে অস্ত্র আনার বিচারও সম্পন্ন হয়েছে। এসব বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অন্যদিকে জাতীয় পতাকার সুদীর্ঘ প্রদর্শন ও লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনে বাংলাদশের রেকর্ড সৃষ্টি শেখ হাসিনার শাসনামলেই হয়েছে। যার পিছুটান নেই, তিনিই পারেন সবকিছু করতে।উন্নয়নে সরকারি নেতৃত্ব সম্পর্কে সিঙ্গাপুরের লি কুয়ান ইউ যে কৃতিত্ব রেখেছেন এবং যে কথা বলেছেন তা শুধু বাংলাদেশ নয়, তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য আকর্ষণীয় মডেল। বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের উন্নয়ন করার জন্য বলতে গেলে কোনো কাজই করতে দেয়া হয়নি, তার আগেই তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু দীর্ঘ ৪০ বছর পরে নির্বাচিত হয়ে সরকার গঠনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা কর্তৃক উন্নয়নের সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করা হচ্ছে, যা সমগ্র বিশ্বে প্রশংসিত হচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০২১ সালে উন্নয়নশীল দেশ এবং ২০৪১-এর আগেই একটি উন্নত দেশে পরিণত হবে। বাংলাদেশের অধিকারবঞ্চিত মানুষ চায় শেখ হাসিনা সরকারের সমতা ও ন্যায়ভিত্তিক উন্নয়ন কর্মকান্ড বাধাহীনভাবে এগিয়ে যাক।

বিষয়: বিবিধ

৯০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File