আন্দোলনের নামে সন্ত্রাস-নাশকতা ও জঙ্গীবাদী কর্মকাণ্ডে ঝরে গেছে দেড়শ’ নিরীহ মানুষের জীবন।,এসবের দায় থেকে এড়াতে পারবেকি তারা
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ০৭ এপ্রিল, ২০১৫, ০৪:০১:৪০ বিকাল
কোন দাবি আদায় ছাড়াই রণেভঙ্গ দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঘরে ফিরলেও রেখে গেছেন বেশ কিছু প্রশ্ন। মাঠে-ঘাটে, শহরে-বন্দরে, চায়ের দোকানে সব শ্রেণী পেশার মানুষের এখন একই প্রশ্ন- এতো মানুষের জীবনহানি ঘটিয়ে কী অর্জন হলো বিএনপি-জামায়াত জোটের? এতো ক্ষয়-ক্ষতিরই বা কী জবাব দেবেন বিএনপি নেত্রী খালেদা জিয়া? পেট্রোলবোমা মেরে মানুষকে দগ্ধ করে পৈশাচিক কায়দায় হত্যার সংস্কৃতি আমদানি করে স্বাভাবিক ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চাকে ধ্বংসের প্রচেষ্টার দায় এখন কে নেবে? দেশের সর্বত্র সব শ্রেণী-পেশার মানুষের মুখে মুখে ঘুরে ফিরে এই একই প্রশ্ন । বিএনপির বর্তমান নেতৃত্ব যে ব্যর্থ, তাও জনগণের সামনে আঙ্গুল দিয়ে প্রমাণ করতে পেরেছে সরকারপক্ষ। এখন বিএনপির রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে । প্রায় ৯২ দিন ধরে বাড়ি ছেড়ে গুলশানের কার্যালয়ে স্বেচ্ছায় অবরুদ্ধ থেকে টানা ৯০ দিন অবরোধ, দাবি ছিল সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের। এই দাবি আদায় করতে গিয়ে বিএনপি-জামায়াত জোট আমদানি করেছিল পেট্রোলবোমা। আন্দোলনের নামে সন্ত্রাস-নাশকতা ও জঙ্গীবাদী কর্মকাণ্ডে ঝরে গেছে দেড়শ’ নিরীহ মানুষের জীবন, জীবন্ত দগ্ধ হয়ে দুঃসহ যন্ত্রণা নিয়ে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সারাদেশের প্রায় তিন শতাধিক মানুষ। দেশের সম্পদহানি হয়েছে নজিরবিহীন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির ক্ষয়ক্ষতি হয়েছে অপূরণীয়। সর্বস্বান্ত হয়েছে শত শত পরিবার। এই তিন মাস দেশবাসীর কেটেছে দুঃসহ যন্ত্রণা, স্বজন হারানোর আর্তনাদ আর অসহনীয় ভোগান্তির মধ্যে দিয়ে। বিশ্ব ইজতেমা, ঈদে মিলাদুন্নবী, এসএসসি পরীক্ষা, এমনকি নিজের পুত্র আরাফাত রহমান কোকোর লাশ ঢাকায় আনার পরও হরতাল-অবরোধ থেকে পিছু হঠেননি খালেদা জিয়া। ‘কিছু একটা হবে’ এই আশায় তিনি দিনের পর দিন চালিয়ে গেছেন ধ্বংসাত্মক কর্মসূচী। বাস্তবে রাজপথে রক্তের হোলি খেলে ও দেশের এতো ক্ষয়ক্ষতি করেও একটি দাবি আদায় করতে পারেননি খালেদা জিয়া। বিএনপিকে সারা বিশ্ববাসীর সামনে সন্ত্রাসী-জঙ্গীবাদী দল হিসেবে পরিচিত করা হলো? আন্দোলন করতে গিয়ে দলের বেশকিছু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে, শত শত নেতাকর্মী নাশকতার মামলায় কারাগারে বন্দী রয়েছে। কেন নেতাকর্মীদের জীবনকে এমন অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়া হলো? এসবের দায়-দায়িত্ব কে নেবে?
বিষয়: বিবিধ
৭৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন