সত্যিই কৃষিতে বিপ্লব। চাহিদা মিটিয়েও এক লাখ টন আলু রপ্তানি হবে রাশিয়ায়
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ০৩ এপ্রিল, ২০১৫, ০৩:০১:৩৯ দুপুর
রাশিয়ায় এ বছর এক লাখ টন আলু রপ্তানি করা হবে। ২০১৩-১৪ অর্থবছরে রাশিয়ায় ২৮ কোটি ৩৩ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। একই সময়ে রাশিয়া থেকে ২৮ কোটি ৬৪ লাখ ডলারের পণ্য আমদানি করা হয়েছে। রাশিয়ায় বাংলাদেশের বাণিজ্য বহু গুণ বাড়ানো সম্ভব। বিশেষ করে রাশিয়ায় তৈরি পোশাক ও আলু রপ্তানি করতে পারলে দেশটি বাংলাদেশের জন্য বড় রপ্তানি বাজারে পরিণত হবে। রাশিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী। বাংলাদেশ রাশিয়ায় তৈরি পোশাক রপ্তানির চেষ্টাও চালিয়ে যাচ্ছে। রাশিয়াও এ দেশ থেকে পোশাক নিতে আগ্রহী। সার্বিকভাবে এদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতেও আগ্রহী রাশিয়া।
বিষয়: বিবিধ
৮০৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন