নিখোঁজ সালাউদ্দিনকে খুঁজে বের করা হোক

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২০ মার্চ, ২০১৫, ০৫:০২:৫৪ বিকাল



অবরুদ্ধ, অবরুদ্ধ, অবরুদ্ধ। অবরুদ্ধই যদি না হবে, তবে কার্যালয়ের সামনে বালুর ট্রাক কেন? অবরুদ্ধ যদি না হবে, তবে খালেদার কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে ট্রাক আড়াআড়ি করে রাখা হয়েছে কেন? খালেদা জিয়া নিজের কার্যালয়ে স্বেচ্ছা অবরুদ্ধ থেকে বেশ অবরুদ্ধ নাটক সাজিয়েছিলেন। কিন্তু বালুর ট্রাকও সরে গেল, আড়াআডি ট্রাকও উঠে গেল, অতিরিক্ত পুলিশও চলে গেল; কিন্তু খালেদা জিয়া কার্যালয় ছাড়লেন না। অবরুদ্ধই রয়ে গেলেন। স্বেচ্ছা অবরুদ্ধ থেকে চললো মিথ্যা বিবৃতির নাটক, মিথ্যা টেলিফোন নাটক। শুরু হলো গায়েবী আওয়াজ দিয়ে পেট্রলবোমায় জীবন্ত মানুষকে পোড়ানোর নৃশংসতা। অবরোধে পোষায় না, তাই মাঝে মাঝে বাংলা লাদেন বিন সালা উদ্দিনের গায়েবী আওয়াজ আসতে লাগলো, অবরোধের মাঝে হরতাল ফ্রি। মাসের পর মাস বাংলা লাদেন বিন সালা উদ্দিন এই ফ্রি হরতালের গায়েবী আওয়াজ বেশ জোরেশোরেই দিয়ে যাচ্ছিল। হঠাৎ শোনা গেল, বাংলা লাদেন বিন সালা উদ্দিন নিখোঁজ। বাংলা লাদেন বিন সালা উদ্দিনের পরিবারের দাবি, গায়েবী আস্তানায় হানা দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী, তুলে নিয়েছে তারা বাংলা লাদেনকে। এখন তাকে ফিরিয়ে দিতে হবে। সত্যিই যদি বাংলা লাদেন বিন সালা উদ্দিন নিখোঁজ হয়ে যায়, সেটা স্বেচ্ছা হোক কিংবা কেলেংকারিতেই হোক, তাকে খুঁজে বের করা দরকার। সেইসাথে আর বিএনপির যারা এখনও স্বেচ্ছা আত্মগোপনে নিখোঁজ রয়েছেন, তাদেরও নিরাপত্তা হেফাজতে নেয়ার ব্যবস্থা করা হোক। বলা তো যায় না, কথন আবার শুনতে হয়, মওদুদী-হান্নান বিন আফগানীরাও নিখোঁজ। তখন এতো নিখোঁজের খোঁজ বের করাই রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হয়ে যাবে। তার চেয়ে ভাল, সবাইকে আগেই নিরাপত্তা হেফাজতে নেয়া। যাতে আর কেউ নিখোঁজ হওয়ার সুযোগ না পায়। নিখোঁজ বাংলা লাদেন বিন সালা উদ্দিনকে খুঁজে বের করা হোক।

বিষয়: বিবিধ

৯৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File