বেগম জিয়ার সাথে তার নেতাদের সাপে নেউলে সম্পর্ক

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১৭ মার্চ, ২০১৫, ০৩:৫০:১৮ দুপুর



হরতাল-অবরোধ কর্মসূচী বাদ দিয়ে আন্দোলনের কৌশল পরিবর্তন না করায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে এড়িয়ে চলছেন দলের সিনিয়র নেতারা। আন্দোলন কর্মসূচীতে সাড়া না দেয়ায় খালেদা জিয়াও তাঁদের প্রতি ক্ষুব্ধ। এ কারণে আগের মতো ১৩ মার্চের সংবাদ সম্মেলনে ওই সব নেতাদের গুলশান কার্যালয়ে ডাকেননি খালেদা জিয়া। এদিকে সংবাদ সম্মেলনে হরতাল-অবরোধের পরিবর্তে বিকল্প কর্মসূচী ঘোষণা না করায় বিএনপির অনেক নেতাকর্মীই হতাশ হয়েছেন বলে জানাগেছে। টানা অবরোধ-হরতাল কর্মসূচী সফল না হওয়া এবং এ কর্মসূচী চলাকালে জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আরও আগেই আন্দোলনের কৌশল পরিবর্তন করতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছিলেন দলের সিনিয়র নেতারা। কিন্তু খালেদা জিয়া তাঁদের পরামর্শকে উপেক্ষা করে লন্ডনপ্রবাসী ছেলে তারেক রহমানের পরামর্শকে প্রাধান্য দিয়ে টানা অবরোধ-কর্মসূচী পালন করেই যাচ্ছেন। একপর্যায়ে দলের সিনিয়র নেতারা খালেদা জিয়াকে এড়িয়ে চলতে শুরু করেন। আর বিষয়টি টের পেয়ে খালেদা জিয়াও এখন আর তাঁদের পরামর্শ নেন না। খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবস্থানের পর ১৯ জানুয়ারি সংবাদ সম্মেলনের সময় সব সিনিয়র নেতাদের তাঁর পাশে বসিয়েছিলেন। কিন্তু ১৩ মার্চের সংবাদ সম্মেলনে তিনি কাউকে গুলশান কার্যালয়ে ডাকেননি। এখন বিএনপি নেতাদের সাথে বেগম জিয়ার সাপে নেউলে সম্পর্ক শুরু হয়ে গেছে।

বিষয়: বিবিধ

৭৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File