খালেদা-তারেক জয় অপহরণ চক্রান্তের দায় এড়াতে পারে না
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১৪ মার্চ, ২০১৫, ০৩:৩১:০৩ দুপুর
সজীব ওয়াজেদ জয়। আমেরিকার হার্ভার্ডসহ বিশ্বখ্যাত কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রীধারী আইটি (তথ্যপ্রযুক্তি) বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি উপদেষ্টা এবং মায়ের সঙ্গে ডিজিটাল বাংলাদেশের রূপকার, নির্মাতা। এই তরুণ বয়সেই দেশের জন্য এ্যাডভান্স প্রযুক্তিনির্ভর উন্নয়নের ক্ষেত্রে লিডারশিপ দিয়ে চলেছেন। বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে শেখ হাসিনার সঙ্গে হেরে গিয়ে লন্ডনপ্রবাসী দুর্নীতিবাজ ছেলে তারেকসহ মিলে অন্যরকম এক ভয়ঙ্কর চক্রান্তে লিপ্ত। চক্রান্তের অংশ হিসেবে ইতোমধ্যে সজীব ওয়াজেদ জয়কে স্বপরিবারে অপহরণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে টাকার বিনিময়ে লোক ভাড়া করা হয়। আর এ কাজটি করে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ফেয়ারফিল্ডে বসবাসকারী বিএনপির কালচারাল অর্গানাইজেশন (অঙ্গ) জাসাসের সহ-সভাপতি মুহম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ সীজার (৩৬)। সে জোহানেস থালের নামে এক আমেরিকানের মাধ্যমে সেদেশের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাবেক স্পেশাল এজেন্ট রবার্ট লাসটিককে অর্ধমিলিয়ন বা পাঁচ লাখ ডলার ঘুষ দেয় এ জন্য যে, প্রথমত সজীব ওয়াজেদ জয়কে স্বপরিবারে অপহরণ করে তাদের ‘ক্ষতিসাধন’ করা এবং দ্বিতীয়ত খালেদাপুত্র তারেক ও কোকোর দুর্নীতির যত তথ্য (অল ক্রিমিনাল রেকর্ডস) আছে সব সরিয়ে ধ্বংস করে ফেলা। আল্লাহর অশেষ কৃপায় যথাসময়ে গোয়েন্দা সংস্থা এফবিআই তা ধরে ফেলে এবং চক্রান্তকারীদের ফেডারেল কোর্টে সোপর্দ করে। মামলা দিলে কোর্ট রিজভী আহমদকে সাড়ে তিন বছর বা ৪২ মাস কারাদণ্ড এবং রিজভীর সহযোগী জোহানেস থালেরকে আড়াই বছর বা ৩০ মাস কারাদণ্ড প্রদান করে। অপর অপরাধী মার্কিন ঝানু এন্টি টেরোরিজম এফবিআই স্পেশাল এজেন্ট রবার্ট লাসটিকের অপরাধের রায়ও অবিলম্বেই হবে। সাজাপ্রাপ্ত জাসাস নেতার পুত্র রিজভী আহমদ জানিয়েছে, বিএনপির ‘হাইকমান্ডের’ নির্দেশে সে এ কাজ করেছে। একজন অতিসাধারণ নাগরিকও জানেন এবং বোঝেন এই ‘হাইকমান্ড’ হলো খালেদা জিয়া ও তাঁর জ্যেষ্ঠপুত্র গ্রেফতারি পরোয়ানা ঘাড়ে নিয়ে লন্ডনে পলাতক, সরকার ও দেশের বিরুদ্ধে চক্রান্তকারী তারেক রহমান। খালেদা যেমন নিষ্ঠুর তেমনি তার ছেলেও ভয়ঙ্কর। এদের অবস্থান রাজনীতিতে হওয়া উচিত নয়। খালেদা জিয়া যতই বড় বড় বুলি আওড়াকনা কেন তিনি এর দায় কখনোই এড়াতে পারেন না।
বিষয়: বিবিধ
৬৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন