চলমান হরতাল-অবরোধ ২০ দলীয় জোটের নয়, এটি বিএনপি-জামাতের আন্দোলন

লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১২ মার্চ, ২০১৫, ০৮:৩৫:০১ রাত

গত ৬ জানুয়ারি থেকে সারাদেশে সর্বাত্বক অবরোধের ঘোষণা দিয়েছে ২০ দলীয় জোটের নেত্রী খালেদা জিয়া । গত ৭ সপ্তাহ ধরে শুক্র ও শনিবার ছাড়া হরতালও চলছে । এই তথাকথিত আন্দোলনে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে । এর মধ্যে ৬৫ জন মানুষকেই অগ্নিদগ্ধ করে মারা হয়েছে । জোটের নেত্রী বেগম জিয়া আন্দোলন ডেকে অন্যান্য নেতাসহ কার্যালয়ে অব¯হান করছেন। সুযোগ থাকলেও তিনি তার বাসভবনে যাচ্ছেন না । তার এই কার্যালয় আর সুদুর লন্ডন থেকে আসছে "নাশকতার নির্দেশ" । এই সুযোগে জামাত-শিবিরও তাদের ষড়যন্ত্রের বাস্তবায়ন ঘটাচ্ছে - ছুঁড়ছে পেট্রোল বোমা, ককটেল । সাধারণ নিরীহ মানুষকে পুঁড়িয়ে মারার নীল নকশার বাস্তবায়ন চলছে ।

উল্লেখযোগ্য বিষয় হলো, এ আন্দোলনে জনগনের সম্পৃক্ততা নেই । চলমান এই আন্দোলন ২০ দলীয় জোটের নামে হলেও এতে অন্যান্য শরীক দলের ঘোর আপত্তি আছে । লিয়াজো কমিটির কোনো বৈঠক, আলোচনা ও সিদ্ধান্ত ছাড়াই জোটের নামে বিএনপি-জামাত এই "সহিংস আন্দোলন" চালাচ্ছে ।

বিষয়: বিবিধ

৭৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File