যেমনি নাচাও তেমনি নাচি
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ১০ মার্চ, ২০১৫, ০৩:৫৮:৪৯ দুপুর
আমরা কি দিনে দিনে পুতুল হয়ে যাচ্ছি? আমাদের বিদেশি প্রীতি যেভাবে বাড়ছে তাতে মনে হয় অচিরেই আমরা বিদেশীদের পুতুল হতে যাচ্ছি। কেনো যেন আমরা সব কিছুর জন্যই বিদেশীদের কাছে ধর্না দিলেই আলাউদ্দিনের প্রদীপের মতো সব সমস্যার সমাধান মিলবে। যে জাতি মুক্তির জন্য যুদ্ধ করেছে, বিশাল ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছে আজ সেই দেশের একটা বড় রাজনৈতিক দল তাদের জোট নিয়ে গোপনে ও প্রকাশ্যে প্রতিটা ব্যাপারে বিদেশী কূটনৈতিকদের কাছে ধর্না দিচ্ছে, মনে করছেন তারাই প্রকৃত ক্ষমতার উৎস জনগণ কিছুই না। কেন কূটনৈতিক কোন দলটিকে ক্ষমতা বসিয়ে দিয়ে আসবে। আসলে বর্তমান প্রেক্ষাপটে এখন আগের চেয়ে অনেক স্বাবলম্বী এবং সচেতন। তারা আজ সব কিছু বোঝাতে শিখেছে। আর তাই তারা সব ষড়যন্ত্রকে নৎস্যাত করে দিয়ে সামনে এগিয়ে যাবে। বাংলাদেশ অনেক এগিয়ে যাবে, আমরা আর পুতুল হতে চাই না। চলো বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৬৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন