দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ অব্যাহতভাবে বাড়ছে
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ০২ মার্চ, ২০১৫, ০৫:২০:২৮ বিকাল
অর্থনীতির এই সঙ্কটময় অবস্থানে থেকেও একটি সুসংবাদ সংশ্লিষ্টদের আশ্বস্ত করেছে। দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ অব্যাহতভাবে বাড়ছে। রেমিটেন্স প্রবাহের ধারা ভাল থাকায় বৈদেশিক মুদ্রার মজুদে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ২৩০০ কোটি (২৩ বিলিয়ন) মার্কিন ডলার অতিক্রম করেছে। এ রিজার্ভ দিয়ে সাত মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নতুন এ মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৩ সালের ৭ মে রিজার্ভ প্রথমবারের মতো ১৫ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। তারপর একের পর এক রেকর্ড অর্জন করতে থাকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি রিজার্ভ ১৯ বিলিয়ন ডলার ছাড়ায়। একই বছরের ৭ আগস্ট ২২ বিলিয়ন ডলার অতিক্রম করে। ২০১৪-১৫ অর্থবছরের শুরু জুলাই মাস থেকে চলতি ফেব্রুয়ারির ২০ তারিখ পর্যন্ত দেশে ৯৬২ কোটি ডলার রেমিটেন্স এসেছে যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। পাশাপাশি দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করায় খাদ্য আমদানিও আগের তুলনায় কম হচ্ছে। রাজনীতির চলমান নাশকতামূলক কর্মকান্ড বন্ধ করা গেলে দেশের অর্থনীতিকে আরও সচল রাখা যেত। রিজার্ভের এই ধারাবাহিক সাফল্যই বলে দেয় দেশের অর্থনীতি সঠিক পথেই হাঁটছে। তাহলে লক্ষ্যমাত্রা অর্জন করা যে কঠিন হয়ে দাঁড়ায় সেটা সহজেই বোধগম্য। তবে নানা প্রতিবন্ধকতার পরও গত এক দশকে আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। দেশের সচেতন মানুষ মাত্রই আশা করে, ভবিষ্যত প্রজন্মের কথা বিবেচনা করে দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা উচিত। যাতে রিজার্ভ বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতিও কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে। দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকলে অতিসত্বর বাংলাদেশ কাক্সিক্ষত মধ্যম আয়ের দেশের সারিতে দ্রুত স্থান করে নেবে- এতে কোন সন্দেহ নেই। দেশবাসীর প্রত্যাশা এটাই।
বিষয়: বিবিধ
৬৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন