দারিদ্র্য নিরসনে বাংলাদেশ দৃষ্টান্ত, এটা শুধু দেশ নয় এখন বিশ্বনেতাদের মুখেও স্বীকৃত
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৫৭:২৭ বিকাল
সম্প্রতি পাঁচ দিনের ঢাকা সফর শেষে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন বলেছেন, দারিদ্র্য নিরসন ও মানব উন্নয়নে বাংলাদেশ অন্য দেশের কাছে উদাহরণ সৃষ্টি করেছে। বাংলাদেশের এ অভিজ্ঞতা থেকে অন্য দেশগুলো শিক্ষা গ্রহণ করতে পারে। তিনি আরও বলেন,
মধ্য আয়ের দেশের লক্ষ্যে বাংলাদেশের পৌঁছানোর ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা অব্যাহত রাখবে। কিন্তু সরকারকে যেসব বিষয়ের প্রতি নজর দিতে হবে সেগুলো হচ্ছে, বিদ্যুত ও জ্বালানি খাতের উন্নয়ন, নগর ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, ব্যবসার পরিবেশ উন্নয়ন, সরকারী সেবা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছানো এবং সুশাসন নিশ্চিত করা। তিনি বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের জনগণের উন্নয়ন, দারিদ্র্য নিরসন এবং অগ্রগতিতে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ব্যব্যাংক ইতোমধ্যেই চলতি অর্থবছরের জন্য এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন, শিশু পুষ্টি নিশ্চিতকরণ এবং প্রাকৃতিক দুর্যোগে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জনে এ অর্থ ব্যয় হচ্ছে। স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহজ শর্তে ১৯ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। বর্তমানে ৩২ প্রকল্পের বিপরীতে ৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে। উন্নয়ন অগ্রগতিতে দেশ এগিয়ে যাচ্ছে, একথা এখন শুধু দেশের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই, এখন তা বিশ্বনেতাদের মুখেও স্বীকৃতি পেয়েছে।
বিষয়: বিবিধ
৬২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন