পিলখানার ন্যাক্কারজনক হত্যাকান্ডের ঘটনায় বিদ্রোহী জওয়ানদের সহযোগিতায় বিএনপির একাধিক নেতার জড়িত থাকার প্রমাণ পেয়েছে জাতি
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:১৭:৩১ রাত
বাংলাদেশের গৌরব সুশৃঙ্খল একটি সেনাবাহিনী। জাতিসংঘের শান্তি মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। দেশের ক্রান্তিলগ্নে জনগণের পাশে বন্ধু হয়ে দাঁড়ায় আমাদের সশস্ত্রবাহিনীর সদস্যরা। এর উদাহরণ আমরা অনেক দেখেছি, আইলা দুর্গত এলাকায়, নিমতলীর অগ্নিকান্ডে এমনকি সর্বশেষ রানা প্লাজা ট্র্যাজেডিতে, এর বাইরে নানারকম উন্নয়ন কর্মকান্ডে সেনাবাহিনীর সদস্যরা তাদের মেধা ও মননের পরিচয় দিয়েছেন। দৃষ্টিনন্দন হাতিরঝিল তার একটি উৎকৃষ্ট উদাহরণ। নানা সময়ে দেশের অভ্যন্তরে জনমানুষের যা কল্যাণকর, মঙ্গলজনক সেখানে প্রয়োজনমতো পাশে এসে দাঁড়িয়েছে সশস্ত্রবাহিনীর সদস্যরা। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সবসময় এই সেনাবাহিনীকে বিতর্কে আনার চেষ্টায় লিপ্ত, সুযোগ এলেই সেনাবাহিনীকে নিয়ে রাজনীতিও করতে দ্বিধা করেন না। ১৯৭৫ সালে সেনাবাহিনীকে একটি জঘন্যতম হত্যাকাণ্ডে জড়িয়ে এর শুরু, এরপর নানা সময়ে এর অভ্যন্তরে বিশৃঙ্খলাসহ ক্যু তৈরি এবং রাজনৈতিক কাজে সেনাবাহিনীকে অপব্যবহার করে আসছে একটি রাজনৈতিক দল। বলতে দ্বিধা নেই, এক্ষেত্রে বিএনপি ও তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অগ্রণী ভূমিকার কথা সবারই জানা। এমনকি জেনারেল জিয়ার শাসনামলে বিভিন্ন ছোট-বড় সামরিক অভ্যুত্থানে সেনা সদস্যদের মৃত্যু নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তৎকালীন বিএনপি শাসনামলে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত সংঘটিত ২১টি সামরিক অভ্যুত্থানে ১২০০’র বেশি সেনা ও বিমান বাহিনীর সদস্য নিহত হলেও এসব অভ্যুত্থানের কোনো দৃশ্যমান বিচার হয়নি।দীর্ঘ ধারাবাহিক চক্রান্তের আরেকটি কলঙ্কজনক অধ্যায় ঘটে যায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি। বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক একটি অধ্যায় রচিত হয়ে যায়, রাজধানীর পিলখানায় বিডিআর জওয়ানদের কথিত বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে। ক্ষমতা গ্রহণের মাত্র এক মাসের মধ্যে চ্যালেঞ্জের মুখে পড়ে নবগঠিত মহাজোট সরকার। অবিশ্বাস্য হলেও সত্য, এই ন্যাক্কারজনক হত্যাকান্ডের ঘটনায় বিদ্রোহী বিডিআর জওয়ানদের নানাভাবে সহযোগিতায় বিএনপির একাধিক নেতার জড়িত থাকার প্রমাণ জাতি পেয়েছে। শুধু তাই নয়, ঘটনার সঙ্গে জড়িত বিডিআর জওয়ানদের বিরুদ্ধে বিচারকার্যের সময় বিপক্ষের আইনজীবীরা সবাই ছিল বিএনপিপন্থি। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হলো, তথাকথিত বিডিআর বিদ্রোহের সময় রহস্যজনকভাবে আত্মগোপনে থাকা খালেদা জিয়ার অবস্থান নিয়েও জনমনে রয়েছে ব্যাপক সন্দেহ।
বিষয়: বিবিধ
৬৬৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন