দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পোড়া বা দগ্ধ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১০ শয্যার বার্ন ইউনিটের যাত্রা শুরু
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৫৮:৫৩ বিকাল
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পোড়া বা দগ্ধ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বার্ন ইউনিট চালু করা হয়েছে। এখানে দগ্ধ রোগীরা বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন। মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আলাদা আলাদা কক্ষে রোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে চিকিৎসাসেবা অব্যাহত থাকবে এবং সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। বার্ন ইউনিটে পোড়া রোগীদের চিকিৎসাসেবা দিতে প্রশিক্ষিত চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের একটি দল কাজ করবে। দলটি তিনটি পালায় সার্বক্ষণিক দগ্ধ রোগীদের চিকিৎসাসেবা দেবে। বিএসএমএমইউর বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ যে কেউ যখন-তখন সেবা পাবেন। তবে ভর্তির সুযোগ থাকছে ১০ জনের। ইউনিটটিতে যারা কাজ করবেন তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পোড়া বা দগ্ধ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের এ পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবি রাখে।
বিষয়: বিবিধ
৮৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন