বেগম খালেদা জিয়া এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি কেন এ ধরনের অমানবিক আচরণ করছেন? তাদের শিক্ষাজীবন ব্যাহত করেই কী তিনি তার হীন উদ্দেশ্যে হাসিল করতে চাইছেন?
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:০১:১০ বিকাল
দেশের প্রায় ১৫ লাখ পরীক্ষার্থীর এসএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে সুষ্ঠুভাবে শুরু হওয়া নিয়ে পরীক্ষার্থী-অভিভাবকরা এক হতাশাজনক অবস্থার সম্মুখীন ছিল। তার আহূত অবরোধ কর্মসসূচী ব্যর্থ হয়েছে। অবরোধ যদি সফল হতো, জনগণ যদি বিএনপির অবরোধে সাড়া দিত, তাহলে হরতাল ডাকার কোন প্রয়োজন পড়ত না। একইভাবে হরতালের সঙ্গে টানা অবরোধ অব্যাহত রেখে ম্যাডাম প্রমাণ করলেন তার ডাকা হরতালও ব্যর্থ হয়েছে। তবে বিএনপির আহূত অবরোধ ও হরতালে পুড়ে ছাই হচ্ছে স্বাধীন বাংলাদেশ। বেগম জিয়া অবরোধ ও হরতালের নামে পেট্রোলবোমা নিক্ষেপ ও জ্বালাও-পোড়াও শুরু করেছেন। ৬ জানুয়ারি থেকে প্রায় এক মাস ধরে বাংলার ১৬ কোটি মানুষকে জিম্মি করার হীন চেষ্টা তিনি করে যাচ্ছেন। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হামলায় এখন পর্যন্ত ৭৩ জন নিহত হয়েছেন। তাছাড়া কয়েক শ’ যানবাহন পোড়ানো হয়েছে। পেট্রোলবোমা হামলা এবং সন্ত্রাসী হামলায় আহত মানুষের সংখ্যা সারাদেশের হাসপাতালগুলোতে বেড়েই চলছে। দেশের শিক্ষার্থীরা আজ রাস্তায় নেমে বলছে- পেট্রোলবোমায় দগ্ধ হতে চাই না। রাস্তায় নেমে এসেছেন অভিভাবকরা, পেশাজীবীরা। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টনক নড়ছে না। এটা কোমলমতি পরীক্ষার্থীদের মনের ওপর বড় ধরনের প্রভাব যে ফেলবে তাতে কোন সন্দেহ নেই। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি কেন এ ধরনের অমানবিক আচরণ করছেন, তাদের শিক্ষাজীবন ব্যাহত করে কী উদ্দেশ্য হাসিল করতে চাইছেন, বিএনপির কর্মসূচীর আওতায় পেট্রোলবোমা হামলা চালিয়ে মানুষ পুড়িয়ে মারা, গাড়ি পুড়িয়ে দেয়া, চোরাগোপ্তা হামলা ও নাশকতামূলক তৎপরতা দেখে ব্রিটিশ কাউন্সিল আন্তর্জাতিকমানের এ লেভেল, ও লেভেল পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ থেকে সরিয়ে অন্যদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এসব পরীক্ষার কেন্দ্র অন্যদেশে সরিয়ে নেয়া হলে বিপাকে পড়বেন এ দেশেরই মেধাবী শিক্ষার্থীরা, তাদের অভিভাবকরা ও শিক্ষকরা। আর তাহলে এর জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী থাকবেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। ক্ষমতার লোভে বেগম জিয়া পেট্রোলবোমা ও আগুনে পোড়ানোর ভয় দেখিয়ে জনসাধারণ এমনকি পরীক্ষার্থীদের জিম্মি করতে চাইছেন। শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা না করে পরীক্ষার মধ্যে হরতাল-অবরোধের নামে তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করছেন। আজ বিএনপি নেত্রীর এই অমানবিক আচরণের জন্য ক্ষুদে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। তাদের মনে পেট্রোলবোমার আগুনে দগ্ধ হওয়ার ভয়। বিএনপি আজ জামায়াতের সঙ্গে গাঁটছড়া বেঁধে এক অমানবিক ও ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছে। এ রকম পরিবেশের একটি চিত্র আমরা দেখতে পাই দেশের স্বাধীনতা যুদ্ধের সময়।
বিষয়: বিবিধ
৭৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন