আইন যেমন তার নিজস্ব গতিতে চলে,তেমনি পাপও কাউকে ক্ষমা করেনা।যার জলন্ত প্রমাণ তারের জিয়া।তাই ছোট ভাইকে দেখার জন্য তারেক জিয়া মালয়েশিয়া,বাংলাদেশে আসতে পারেনি গ্রেপ্তারের ভয়ে।
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ৩১ জানুয়ারি, ২০১৫, ০৭:০৯:৩৫ সন্ধ্যা
মানুষ কি কখন ও তার ভবিষৎত নিয়ে ভাবে?আমার কর্মের জন্য ভবিষৎতে আমার কি হতে পারে। আমি সাধারন মানুষ হিসাবে আমার কেন যেন এ বিষয়টি নিয়ে একটু আপত্তি আছে।তাহলে এত দুর্নীতির দায়ে মানুষ কেন দেশান্ত হয়,প্রবাসি হয়।দেশ ত্যাগী হয় ?তারেক জিয়ার বেলায় কি তাহলে তাই হল।আজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখের সহিত বলতে হয় তারেক জিয়া গ্রেপ্তারের ভয়ে তার মৃত ভাইকে শেষ ভারের জন্য দেখতে মালয়েশিয়া,বাংলাদেশে আসতে পারেনি।তাহলে তারেক জিয়ার কাছে কি তার পরিবার ও দেশের চেয়ে দুরনীতি বড়? এই প্রশ্নটি বাংলাদেশের জনগণই করেছে আর এই প্রশ্নের সঠিক উত্তরটিও বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে।
বিষয়: বিবিধ
৮৫৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন