সরকার পতনে খালেদা জিয়ার ভ্রান্তিবিলাস।খালেদা জিয়া বেছে নিয়েছে অগ্নিযংযোগ,গাড়িভাংচুর,পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা সহ নানা নাশকতামূলক কর্মকাণ্ড করে কার্যালয় বসে নেতা কর্মীদের তৈরি খাবার খেয়ে বিলাশ বহুল জীবণে তিনি মেতে উঠেছে।
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৩ জানুয়ারি, ২০১৫, ০৬:০৫:৫৮ সন্ধ্যা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি নিজেই টানা ১৬ দিন ‘অবরুদ্ধ’ থাকার পর মুক্ত হলেও দেশের মানুষকে অবরোধ অবস্থা থেকে মুক্তি না দেয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ১৯ জানুয়ারি বেগম জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। সারাদেশে তার ডাকে অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে বলেও বেগম জিয়া দাবি করেছেন। অথচ দেশের মানুষ দেখছে, টানা হরতাল ও অবরোধের নামে দিনের পর দিন দেশে কি ভয়াবহ ধ্বংসযজ্ঞ সংঘটিত হচ্ছে। পেট্রলবোমা নিক্ষেপ করে, গান পাউডার ছিটিয়ে, ককটেল ছুঁড়ে যানবাহন পোড়ানো হচ্ছে, মানুষ মারা হচ্ছে। সারাদেশে মানুষের জীবন কাটছে চরম উত্কণ্ঠার মধ্যে। সবাই যখন এই সহিংসতার অবসান কামনা করছে, তখন বেগম জিয়া অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়ায় মানুষের মধ্যে দেখা দিয়েছে হতাশা। বেগম জিয়া অবরোধ ডেকেছেন। অথচ বিএনপির নেতাকর্মীরা কেউ মাঠে নেই। জামায়াত-শিবিরের সন্ত্রাসী বাহিনী, নিজ দলের কিছু ক্যাডার এবং ভাড়াটে দুর্বৃত্তদের দিয়ে চোরাগোপ্তা হামলা চালিয়ে ভীতি ও আতংক ছড়িয়ে দেশে ‘গণঅভ্যুত্থান’ ও সরকার পতনের স্বপ্ন দেখছেন বিএনপি নেত্রী। কিন্তু এটা তার ভ্রান্তিবিলাস। নির্বিচারে মানুষ মেরে, দেশের সম্পদ ধ্বংস করে, অর্থনীতি পঙ্গু করে আর যাই হোক, কোনো সফল গণঅভ্যুত্থান যে করা যায় না—এটা বেগম জিয়া বুঝতে পারছেন না।, সেটা তিনি যখন বুঝবেন তখন হয়তো আর তিনি ভুল সংশোধনের সময়ও পাবেন না। নাশকতা ও মানুষ পুড়িয়ে মারার জন্য বিএনপি নেত্রী সরকারকে দায়ী করেছেন। অথচ পেট্রলবোমা নিক্ষেপের সময় পুলিশের হাতে ধরা পড়া কয়েকজন সন্ত্রাসী জানিয়েছে যে, বিএনপি নেতাদের নির্দেশেই তারা বাস পোড়ানোর কাজে নেমেছে। কেউ স্রেফ টাকার বিনিময়ে এই অপকর্ম করছে, কেউবা দলের বড় নেতাদের খুশি করে ভালো পদ পাওয়ার লোভেও দুর্বৃত্তপনা করছে। আসুন আমরা এ গুলোর বিরুদ্ধে রুখে দড়াই।আমি একজন সচেতন মাণূষ হিসাবে বলব বেগম জিয়া যেন এই মহা পাপের রশিকে আকড়ে ণা ধরে দেশের সাধারণ মানুষকে মুক্তি দেন।
বিষয়: বিবিধ
৭৪৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন